আমার এই জীবনটাতে আমি খুব বেশী কিছু চাইনি
কখনোই। সবসময় unconditional একটা সম্পর্ক চেয়েছিলাম, চাইনি কখনোই material relation মনেপ্রানে। চেয়েছিলাম সে আমার পাশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার এই চাওয়াতে কোন ভুল
ছিল কিনা আজও আমি জানি না। আমি এখন ক্লান্ত এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে। আর আমি
এটাও জানি এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিবে না, তার দেওয়ার তো অবকাশই নেই। এই
ভাবনাগুলো আমার আকাশকে মেঘে ঢেকে দেয়, এই প্রশ্নগুলো আমার সারারাত জাগা গোপন কষ্ট
যার এক একটা অশ্রু ফোঁটা যে কি ভয়ঙ্কর তা বলে বোঝাতে পারবো না। আমি জানিনা কেন আজও
তাকে মনে করি, জানিনা কেন আজও অশ্রু ঝরাই নির্ঘুম রাত জেগে। কেন আমি পরাজিত হই
কিছু অনুভুতির কাছে, কেন আজও মুক্তি নিতে পারিনা তার দেয়া কষ্টগুলো থেকে। সত্যিই
আমি জানিনা আমার এই প্রশ্নগুলোর উত্তর। যারা জানে আমার এই দিকটা সম্পর্কে সবাই বলে আমার মুক্তি পাবার দরকার এই জীবন
থেকে, আবার আমার আমি হওয়া জরুরী যেখানে ছিল না কষ্টের এমন ভয়াবহ চিহ্ন। যেখানে
যন্ত্রণারা বিদ্রুপ করতো না, যেখানে সব হারানোরা মিলে অট্টহাসি হাসতো না। কিন্তু
আমি কি আসলেই পারবো সেই আমিতে ফিরে যেতে? যদি না পারি সে বুঝে নিবে আমার এই হৃদয়ে
কতটা চাপা কষ্ট নিয়ে বেঁচে আছি, ইট ভাটার আগুনের মতো দিনরাত আগুনে ছারখার এই
অন্তর। সে বুঝে নিবে এখনও বা তখনও আমার বর্তমান অতীতের সেই পরম পাওয়ার সময়ের কাছে
বার বার হার মেনে যায়। সে বুঝে নিবে আমার প্রানের স্পন্দনে তখনও সে থাকবে ঠিক
যেমনটা ছিলো। ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment