irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Wednesday, November 28, 2012

বেদনার ভয়াবহতা


হৃদয়ের হাজারো না বলা কথা তোমাকে আর বলা হবে না। তোমার হাতটি ধরে কল্পনার নীল দিগন্তে আর হারানো হবে না আমার। সপ্নারজিত কিছু কষ্ট রয়ে যাবে এই মনের গহীনে যা আমাকে কাঁদাবে সবসময়। কাঁদতে দিয়েছি আমি এই চোখকে, ভালোবেসে অর্জন করেছি এই অশ্রুগুলো তাই নিমিষে হারাতে চাই না। আজ তুমি নেই তাতে কি? প্রতি ফোঁটা অশ্রু মনে করিয়ে দেয় আমাকে তুমি একদিন ছিলে আমার জীবনে। কি ছিলে, কি আছো শুধু আমার এই মন জানে, আর কেউ না জানুক। জীবন বদলের এক নতুন খেলাতে আমরা থেকে আমি হয়ে গেছি আজ। হ্যাঁ হারিয়ে ফেলেছি তোমাকে, চাইনি হারাতে তবুও ভাগ্য নামের অজানা ভবিষ্যতের কাছে পরাজিত হয়ে গেছি আমি। তাই রঙিন স্বপ্নগুলো আজ কেমন জানি বর্ণহীন লাগে আমার কাছে। এখনও মাঝে মাঝে কোন এক অজানা টানে ঘুম ভেঙ্গে যায় হটাৎ করে, জেগে দেখি তুমি নেই আমার পাশে। মনটা ডুকরে তখন কেঁদে উঠে। চঞ্চল মনটাকে তখন বোঝানো ভীষণ দায়, তুমি যে আমার আর নেই। অশ্রু ভেজা চোখে উতলা মনটাকে ঘুম পাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা চলতে থাকে অবিরত। জানি না আর কতদিন আমার এই চোখ তোমাকে ভেবে ভেবে অশ্রু সিক্ত হবে। আর কতদিন পরাজিত হবো এই অশ্রুতে এসে। কিন্তু এই অশ্রু যেন তোমাকে কোনভাবেই স্পর্শ করতে না পারে। কারণ এই অশ্রু ঝরার বেদনার ভয়াবহতা আমি মর্মে মর্মে উপলব্ধি করে যাচ্ছি প্রতিনিয়ত। ভালো থেকো আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment