ভীষণ ক্লান্ত আমি,
জীবনের দৌড়ে পিছিয়ে গেছি অনেক, ভালোবাসা নামক জুয়ার দানে হেরে বসেছি। ভীষণ ক্লান্ত
আমি, হাজারো মিথ্যে বলে বলে অন্ধকারে হোঁচট খেয়ে। ঘরে বাইরে যুদ্ধ করতে করতে ভীষণ
দুর্বল হয়ে গেছি মানিসিকভাবে, সত্যের সামনে দাঁড়াতে পারছি না আমি। পারছি না কঠিন
প্যাঁচ খুলতে, দিনে দিনে যেটা ক্রমশ জট পাকিয়ে গেছে। ভীষণ সংকোচ প্রবন হয়ে গেছি
ক্রমাগত নিজেকে গুটিয়ে নিতে নিতে। অনেক দূরে ছিটকে পড়েছি জীবন থেকে, কোন কিছুই
আমাকে টানে না এখন আর। কোথাও কেউ নেই একটুখানি মুক্তি দেওয়ার মতো, অপয়া বাস্তবতা
আঁকড়ে ধরছে আমায় ছুটতে চাচ্ছি যতো। আমার হাসি আমি সেই কবেই হারিয়ে ফেলেছি, সবার
কাছ থেকে নিজেকে অবাঞ্চিত করে এনেছি। আমার ভিতরটাকে করে রেখেছি একা, শুন্য। শুনেছি
ভালোবাসা নাকি মানুষকে সাহসী করে তুলে, কিন্তু আমাকে করেছে তার উল্টো। ভালোবাসা
আমাকে ভীতু বানিয়েছে, আমার ভিতরে জম্ম দিয়েছে এক অজানা ভয়। যা আমার ছায়ার মতো
সবসময় এখন আমার সাথে থাকে। আমি ভয় পাই কারো চোখে চোখ রেখে কথা বলতে, ভয় পাই নতুন
করে বাঁচতে। সত্যিই অনেক ভয় পাই এই ভালোবাসা নামক অনুভূতিটাকে। ভালোবেসে কেউ হাসে,
কেউ কাঁদে। কেউ আবার নতুন করে ভালোবাসে কেউ পুরনোকেই আঁকড়ে ধরে বাঁচে। তাই
ভালোবাসা তুমি আমায় ক্ষমা করো, নতুন করে বাজি ধরার সম্বল আমার নেই। তবু ভালো থাকুক
আমার ভালোবাসা।
No comments:
Post a Comment