irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Wednesday, December 5, 2012

ভালোবাসার মর্মার্থ


তোকে অনেক বেশী ভালোবাসিরে, তুই বুঝিস আর নাই বুঝিস। তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, হৃদয়ে আপন ও করে নিয়েছি। কে জানতো যে, এই ভালোবাসাটাই কাল হবে আমাদের জীবনে। একটা সময় ছিল তখন, তোকে নিয়ে ভাবতে ভাবতেই কখন যে কোথায় চলে যেতাম বুঝতাম না নিজেও। তখন কি কোন মোহে ছিলাম নাকি ভালোবাসার মর্মার্থ বুঝিনি? আজো এই প্রশ্নের উত্তর খুজি, খুঁজে ফিরি সারাক্ষণ। তুই কি আমার ভালোবাসা বুঝবি না, দূরে গিয়েও কি তোর অবকাশ মেলে না? আমাকে একটু বোঝ, বুঝার চেষ্টা কর। আমি তোকে বুঝিরে, কিন্তু তুই যেটা বুঝিস সেটা তো আমার ভালোবাসা নয়। তোকে আমি যে এতোটা বছর ধরে ভালোবাসা শেখালাম, কিছুই কি শিখিস নি তুই? হয়তো আমার কাছে থেকে শিখে ভালোবাসিস আরেকজন কে, আর কষ্ট পাই আমি। আজো প্রতিটা মুহূর্ত কাটে শুধুই তোকে ভেবে। ভেবে রাগ করি, অভিমান করি। কিন্তু ভালোবাসি যে শুধু তোকেই। আর কাউকে মন দেবো... সেটা ভাবতেও পারি না। তুই কি বুঝবি না রে, কোনদিন কি বুঝবি না আমার ভালোবাসা! হয়তো তুইও ভালোবাসিস আমায় কিন্তু কি লাভ এই ভালোবাসায়, যদি তুই সুখী হতে না পারিস। সব মানুষ তো সুখ পেতেই ভালোবাসে। তোকে খুব মনে পড়ছে, প্রতিটা প্রেমের গান মনে করিয়ে দেয় তোকে বারেবার। হয়তো তুই ও আমার কথাই ভাবিস, তবে কেন এমন করিস কেন এমন ভাবিস? নিজেকে রাহুমুক্ত করে তোর বর্তমান অসুস্থ অবস্থান থেকে সুস্থ ভালোবাসায় ফিরে আয়, অনুভব করতে শিখে নে। ভাবিস না এই কলুষিত তোকে পাওয়ার জন্য আমি আকুতি করছি। তবে অনেক অনেক অনেক ভালোবাসা এখনও জমা আছে তোরই জন্যে, আর থাকবে আজীবন। তোকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে, ভালো থাকুক আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment