irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, December 4, 2012

সত্যিই আজব


কিছু রঙ্গিন স্বপ্ন বুনেছিলাম এ মনের মাঝে কোন এক পরিচিত মানুষকে নিয়ে। যদিও পরিচিত বললে ভুল বলা হবে, বলা উচিৎ আমার অস্তিত্বকে নিয়ে। কিন্তু ভাগ্যের বিচিত্র রূপে আজ আমি পরাজিত এক মানুষ। হেরে গেছি আমি পরিবর্তন নামের অনুভুতির কাছে। হেরে গেছি আমি উচ্চ শিক্ষিত মানুষের মনের জটিলতার কাছে। যে স্বপ্নগুলো ছিল এ হৃদয় গহীনে তাও কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। কি অদ্ভুত এই জীবন আমাদের, কাছের মানুষগুলো যেন চোখের পলকে বদলে যায়। যেই মনটা এক সময় কাউকে নিয়ে সুখের সমুদ্রে ভাসে সেই মনটাই যেন কোন এক সময় বেদনার তীব্র বিষে নীল হয়ে যায়। কি আজব এই মন মানুষের, নিজের একটু সুখের জন্য কারো জীবনকে কষ্টের শেষ বিন্দুতে নিয়ে যেতে একটুও দ্বিধা করে না। তাও কোন অপরিচিত মানুষের নয়, এমন এক জনের যার সাথে দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে জড়িত থেকে পরম নিশ্চয়তা আর নির্ভরতার প্রতিশ্রুতি প্রদানে ন্যুনতম জড়তা কাজ করতো না। সত্যিই আজব আমাদের এই মন। আমরা খুব সহজেই পারি একসময় একজনকে সব কিছু দিয়ে ভালোবেসে আবার আরেক জনকে সেই বাসি সব কিছু দেওয়ার জন্য উম্মুখ হয়ে থাকতে। ভাবিনা একসময় যখন সেই নতুন জন সবকিছু জানতে পারবে তার কাছে আমার গ্রহনযোগ্যতা কতটুকুতে গিয়ে দাঁড়াতে পারে। নিজের মন ও শরীরের সাথে এমন নিষ্ঠুর প্রতারনা কিভাবে করতে পারে এই আধুনিক মানুষরা? আমি জানিনা জীবনের কাছে অনেক বেশী কিছু আশা করেছিলাম কিনা? তবে বেশী কিছু চাইনি, ওই রঙ্গিন স্বপ্নগুলোই আমার চাওয়া ছিল। যা আজ ভেঙ্গে গেছে, রয়ে গেছে স্বপ্ন ভাঙ্গার কিছু কষ্ট আর হারানোর তীব্র বেদনা। তবু ভালো থাকুক আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment