কখনো আমার হাত কেটে গেলে সেখান থেকে রক্ত ঝরতে দেখেছো? গাড় টকটকে লাল রক্ত
কণিকায় ফোঁটা ফোঁটা করে চুইয়ে পড়ে, যেন তোমার দেয়া সকল কষ্টগুলি রক্ত হয়ে ঝরে পড়ছে
আমার বুকের ভেতর। অবিরাম এই রক্তক্ষরণ, বিরতি নেই এতোটুকু। নীল বেদনা দেখেছো কখনো?
তোমায় হারানোর কষ্টে হয়েছে গাড় নীল আমার হৃদয়। আসলে তুমি কিছুই দেখোনি, শুধু অবুঝ
ভালোবাসায় ভাসিয়ে নিয়ে গেছো আমাকে মরণের ওপারে। যেখান থেকে আর ফিরে আসা যায়না
কোনকালে। আমিও আর ফিরতে চাইনা তোমার কাছে, চাইনা এই তুমিও ফিরে আসো আমার কাছে। তাই
তোমার ফেরার জন্য আকুতি বা প্রত্যাশা কোনটাই করিনা। কারণ ফিরলেও তুমি আবার চলে
যাবে একদিন, যেমনি করে গিয়েছিলে নি... আর আ…র কাছে। ভুল
আমারই, তোমাকে বারবার জোর করে ফিরিয়ে এনেছিলাম আমার কাছে। যে মানুষটা একবার নয় বারবার
বিশ্বাস ভঙ্গ করে তাকে ভালোবেসে কি লাভ? আমি একবার নয় বারবার সুযোগ দেই, আর
প্রতিবারই ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এসেছি আমি। আমি চাইনা আর ঠকতে, চাইনা আর কেউ এসে
আমার বিশ্বাস নিয়ে খেলুক। আমি ভুলে গিয়েছিলাম যে, সত্যিকারের ভালোবাসার দাম আজকাল
কারো কাছে নেই। সবাই শুধু ভালোবাসা বেচা-কেনা করে। আমার ভালোবাসা এতো সস্তা নয় যে
কারো কাছে বেচে দিতে হবে। তাই আমার ভালোবাসা আমার কাছেই থাক। সবাই থাক ভালোবাসা
কেনা-বেচায় ব্যস্ত আর আমি থাকবো ভালোবাসাকে ভালোবেসে। তাকে ছেড়ে কেমন করে থাকি আমি
দূরে। ভালো থাকুক আমার সেই ভালোবাসা।
No comments:
Post a Comment