irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, January 13, 2013

কতোটা কদর্য


কতো রঙ্গ জানোরে মানুষ, কতো রঙ্গ জানো। তুমি এই হাসো এই কাঁদো, হায়রে একি দন্ধ। চক্ষু দুইখান হাত দুইখান আছে সবার সমান সমান, তবু কেন নানা রকম চলন বলন মনের ধরণ, বুঝিনা তার মর্ম। ঘুরলাম কতো দেখলাম কতো, পাইলাম না মন মনের মতো। আমি অধম আর কি বলি, জ্ঞানের ডিব্বা রইলো খালি, বৃথা সাধের এই জম্ম। জানিনা কি নিয়ে মানুষ এতো বড়াই করে, কি জাহির করতে চায় এরা। বারবার ডিঙ্গি পরিবর্তন করে এরা কি চায়, আসলেই কি এবং কতোটুকুই বা পায়? এর সঠিক হিসাব কি মানুষ করে? প্রতিনিয়ত দেখে যাচ্ছি সৃষ্টির সেরা হয়ে মানুষ কতোটা কদর্য হতে পারে। সামান্য স্বার্থের জন্য এরা কতো নিচে নামাতে পারে নিজেকে। ভালোবাসা আজ হয়ে গেছে স্ট্যাটাসের পরিমাপক, যার যেমন ইচ্ছে ব্যবহার করে যাচ্ছে একে। সব কিছুই এখন ডিজিটাল, মনও তাই আজ ডিজিটালাইজড। যেন সবার ভালোবাসাও ডিজিটাল। এই ডিজিটালাইজের কারণে মুহূর্তেই নিজের মনে আরেকজনকে প্রতিস্থাপন করছে এতোটুকু হেরফের হলেই। কিন্তু রিপ্লেস কয়বার করা যায়?? ভালোবাসার চিত্র কি এমন হওয়া উচিৎ? সমস্ত মানবতা পিষ্ট হচ্ছে মুহূর্তে মুহূর্তে পায়ের তলায়, এর শেষ কোথায়? কি দিয়ে এর শেষ পরিনতি? সাপ বিষ রাখে তার দাঁতে, কুকুর তার বিষ নিজ জিব্বায় রাখে। কাঁকড়াবিছে বিষ তার লেজে রাখে, মানুষই একমাত্র জাত যে কিনা তার বিষ নিজ অন্তরে রাখে। কথাগুলো বিস্ময়কর, কিন্তু সত্য। তবু ভালো থাকুক আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment