মাঝে মাঝে আমার সবকিছুকে হারিয়ে ফেলি। কেমন জানি হয়ে যাচ্ছি দিনের পর দিন,
ভালো লাগে না কোন কিছুই। প্রান তো আছে কিন্তু কোন স্পন্দন নেই এই প্রাণে। মলিন হয়ে
গেছে সব চাওয়া পাওয়া, কেমন জানি ফ্যাকাশে বর্ণহীন লাগে নিজের জীবনটা। যেখানে সব
কিছু অপরিচিত লাগে। মাঝে মাঝে নিজেকে চিনি না, ভুলে যাই আমি আমার আমিকে। বিষাদ ভর
করে এ মনে, হৃদয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত ক্ষরন হয়। এ যে কি যন্ত্রণা তা বলে বোঝাতে
পারবোনা, শুধু এ দুচোখ তার জলন্ত সাক্ষী হয়ে রয়ে গেছে। যাকে সবকিছু উজাড় করে
ভালবেসেছিলাম তার নির্লজ্জভাবে চলে যাওয়ার নির্লজ্জ সাক্ষী এ দুচোখ। এতদিন হয়ে
গেলো তার চলে যাওয়ার তবু আমার পোড়া এ শরীরের কোনকিছুই ভুলতে পারেনি, নির্লজ্জভাবে
সব বিদ্যমান রয়ে গেছে আজ অবধি। জানি না আদৌ সম্ভব হবে নাকি ভুলে যাওয়া বাকি জীবনে,
শুধু জানি কিছু গোপন কষ্ট আছে যা রয়ে যাবে এ মনের ছোট্ট একটা অংশ জুড়ে যা কেউ
জানবে না। কেউ কোনদিনও বুঝবে না, যা একান্ত্র আমারই হয়ে থাকবে। আর মাঝে মাঝে আমাকে
যত্ন করে হৃদয় ভাঙ্গার আগুনে পোড়াবে। একদিন তো শেষ হবেই এ জীবন, সেদিন মুক্তি নেবে
কষ্টগুলো এ হৃদয় থেকে। শেষ হবে প্রাপ্তি আর হারানোর এক হিসাব। সে আমার কাছে নাই,
কিন্তু তার সবই তো আমার কাছাকাছি এখনো। তাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক
আমার ভালোবাসা।
No comments:
Post a Comment