irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, January 19, 2013

নির্ঘুম চোখে একা


ঘুমিয়ে পড়েছে ব্যস্ত শহর, থেমে গেছে সমস্ত কোলাহল। মেঘের আড়ালে মুখ ঢেকেছে চাঁদ। তুমিও হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, নির্ঘুম চোখে একা একা জেগে আছি এই আমি। ভালোবাসা বুঝি এমনই হয়, কাউকে ভালোবাসার ফল বুঝি এটাই। দিনে দিনে চলে যাবে আরও দূরে, নাগালের আরও অনেক বাহিরে। তোমার স্মৃতির পাতায় ধুলো জমতে জমতে একসময় হয়তো বিলীন হয়ে যাবো আমি। হয়তো ইতিমধ্যে হয়ে গেছি কারণ সুখ-আনন্দ আর তৃপ্তির আতিশয্যে আছো তুমি এখন। সবই মনে শুধুই ঘুমের ঘোরে দেখা এক স্বপ্ন তোমার কাছে, আর আমার জীবনের পথ খোঁজা এভাবেই হয়তো শেষ হবে। ভালোবাসা বুঝি এমনই হয়। আর এমনিতেও এক শ্রেণীর লোক আছে যারা মানুষের কষ্ট দেখে মজা পায়, আর সেটা যদি ভালোবাসার কষ্ট হয় তাহলে তো পুরোপুরি লুটে নিতে কার্পণ্য করেনা এতোটুকু। অনেক কিছু লিখতে গিয়েও লিখতে পারলাম না কারণ লিখতে গেলেই মনে পড়ে তোমার কথা, মনে পড়ে সেই দিনগুলোর কথা যেগুলো ছিলো আমার জীবনের সবচাইতে সুখের দিন। যে দিনগুলো ছিল আমার জীবনের সেরা প্রাপ্তির দিন, ছিল প্রতিটা মুহূর্ত উপভোগের। কিন্তু আমিতো চাই না সেগুলো মনে করতে কারণ সেগুলো মনে আসলেই চোখের সামনে ভেসে উঠে সেই দৃশ্য যখন তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। ভেসে উঠে আমার এতো সাধনার মানুষ যাকে আমি তিল তিল করে কাছে পেয়েছিলাম আর অন্যের কাছে যেন হাত বাড়ালেই পাওয়া যায় এমন নিতান্ত সহজলভ্য হয়ে যাওয়া তার। নিরন্তর চেষ্টা করে চলি যাতে সেই কলঙ্কগুলো আমার মনে আর ভেসে না উঠে কিন্তু সেখানেও আমি ব্যর্থ হই। সর্বদা যে তুমি আমার কাছেই আছো, তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

No comments:

Post a Comment