irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Monday, January 21, 2013

ঘুড়ি উড়ানোর সখ


নিজেকে ঘুড়ি বানিয়ে কারো হাতে সে ঘুড়ির সুতো নাটাই ছেড়ে দেওয়াটা ঠিক কাজের কথা নয়। কিন্তু তবুও কেন যেন নিজের নিয়ন্ত্রন প্রিয় কারো হাতে ছেড়ে দিয়ে মনের আনন্দে আকাশে উড়তে মন চায়। মনে থাকে এই বিশ্বাস যে তার কাছ থেকে যতোই দূরে যাই না কেন একসময় সে ঠিকই সুতো গুটিয়ে তার কাছে টেনে নেবে। কিন্তু এটাও ভয় হয়, হয়তো হয়ে উঠতে পারি তার কাটাকাটি খেলার বিনোদনের মাধ্যম। হয়তো কেটে দূরে সরে গেলে একটু আফসোস করবে, আবার নতুন ঘুড়ি নিয়ে মেতে উঠবে নতুন খেলায়। আমার মনের সেই সুপ্ত ইচ্ছাটা তুমি পূর্ণ করেছিলে বটে আবার আমার শেষের আশঙ্কাটাও তুমি প্রতিফলিত করে দেখালে। যদিও আমি নামক ঘুড়িটার সুতো তুমি নাটাই থেকে নিজেই কেটে দিয়েছিলে নতুন রঙিন ও চটকদার ঘুড়ি পেয়েছিলে বলে তোমার আত্মীয়দের সহায়তায়। আর কয়টা ঘুড়ি উড়ানোর সখ তোমার মনের আকাশে আমার জানা নেই, হয়তো তুমি নিজেও জানো না। তুমিতো নিজের নিয়ন্ত্রনে চলতে পারো না, তাদের অধীনেই তোমাকে থাকতে হবে আর হয়তো এটাই তোমার ইচ্ছা। অবশ্য তাদের মাধ্যমে নিত্য-নতুন ঘুড়ির আমদানি হয় তোমার বিনোদনের জন্য, আর পূর্ণ হয় তোমার মনোবাসনা। এই তো কদিন আগেও ছিল আমার কাধে তোমার নিঃশ্বাস, খুব আপন ছিলে তুমি তখন। তোমার সেই নিঃশ্বাসকে বড়ো বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন তোমার নিঃশ্বাস আমার কাধ স্পর্শ করে না, তোমাকে আপন করে নিতে পারিনা। আজও আমার কাধ থাকে তোমার নিঃশ্বাসের অন্বেষণে। তুমি অনেক দূরে কিন্তু তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment