হয়তো তুমি অনেক ভালো
আছো। নতুন মানুষ, নতুন হাতছানি, নতুন তৃপ্তি, নতুন সুখের দোলায় দুলছো প্রতিদিন।
কিন্তু তুমি ছাড়া ভালো নেই আমি, ভালো নেই আমার এই মন। প্রতিটি ক্ষনে আমি ভীষণ মিস
করছি তোমায়। আমার চলার পথে আজ সঙ্গী কেউ নেই, সাথে শুধু কষ্ট বেদনার ঢেউ আছে।
প্রতিটা নির্ঘুম রাত আমাকে খুব কষ্ট দেয়। তুমি আমাকে ফেরাও না, কিন্তু আমি বারবার
ফিরে আসি মনে মনে তোমার কাছে। আমার সুখে তোমার কিছুই যায় আসে না, আমার কষ্ট তোমার
কাছে তাচ্ছিল্য। আমার অনুভুতি তোমার কাছে হাসির খোরাক, কিন্তু তবুও ভাবতে পারিনা
কোন মুহূর্ত তুমি ছাড়া। যদি তোমার কোন অবসরে অনুভব করতে চাও আমার কষ্টকে তবে অনুভব
করো কালো অন্ধকারকে। যদি আমায় সঙ্গী করতে চাও তবে সঙ্গী করো নিঃসঙ্গতাকে। যদি আবার
ভালবাসতে চাও আমায় তবে ভালোবাসো নয়নের অশ্রুকে। যদি আবার আমায় আপন করে নিতে চাও
তবে আপন করো কষ্টকে। তবেই বুঝবে কে আমি, কেমন আমি? তুমি আবার ফিরে এসো, অন্তত একটা
ঘণ্টার জন্য, নয়তো এক মিনিটের জন্য, অন্তত একটা মুহূর্তের জন্য। না, আমি বলবো না তোমাকে
আমার সাথে থাকার জন্য বা আমাকে ভালোবাসার জন্য। শুধু বলবো তোমার দেয়া স্মৃতিগুলো
নিয়ে যাও। প্রতি রাতে এগুলো আমাকে একা থাকতে দেয়না। আর তাই তোমাকে ছেড়ে কেমন করে
থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment