জানি না কেন
জানি রাত যতো গভীর হয়
কষ্টগুলোর
তীব্রতাও রাতের মতো গভীর হতে থাকে।
কষ্টগুলোর
অনুভুতি এতো তীব্র হয় কখনো কখনো,
এক নিমিষে চূর্ণ
বিচূর্ণ করে দেয় সেই প্রাচীরকে
যা দিয়ে আমি
আড়াল করে রেখেছিলাম
সেই না পাওয়া
কষ্ট আর দুঃখগুলোকে।
মাঝে মাঝে মনে
হয় গভীর এই রাত
যেন আমার
জীবনে বয়ে নিয়ে আসে
না বলা
অপ্রকাশিত কষ্টের এক করুন আহাজারি,
যা আমি হয়তো
দিনের আলোতে
সকল
কর্মব্যস্ততার মাঝে আড়াল করে রাখতে চাইলেই পারি।
কিন্তু
পরিশেসে রাতের কাছে ঠিকই ধরা দিতে হয়।
কারণ নীরবতা
আর নিঃসঙ্গতা
এই দুই-ই যে
রাতের চিরন্তন বৈশিষ্ট্য।
আর বৈশিষ্ট্য
গুলোই প্রতি রাতে আমাকে কুরে কুরে খাচ্ছে,
প্রতিটি
মুহূর্ত আমার বিসন্নতায় ডুবিয়ে দিচ্ছে।
জানি আমি
কোথায় এর শেষ সীমানা
বা কোথায় এর
শেষ পরিনতি।
হয়তো আমার
মৃত্যুর মধ্য দিয়েই সব কিছুর সমাপ্তি।
সেই পর্যন্ত
তোমায় ছেড়ে কেমন করে থাকি দূরে।
ভালো থেকো
আমার ভালোবাসা।
No comments:
Post a Comment