কচ্ছপ যখন উল্টে যায়
তখন
বাহির থেকে কোন প্রকার
সাহায্য না করলে
কখনোই সে শুধু নিজের
চেষ্টায় আবার হাঁটতে পারে না।
মানুষও মাঝে মাঝে এমন
করে উল্টে যায়
তখন সে নিজে যতই
চেষ্টা করে না কেন
কিছুতে সে নতুন করে
হাঁটতে পারে না
সেই চেনা রাস্তায়
পরিচিত ভঙ্গিতে।
তখন তারও প্রয়োজন পড়ে
তেমনি একটি বাহ্যিক সহায়তা
যে তাকে পুনরায় হাঁটতে
শেখাবে,
দূর করবে তার সকল
হতাশা......
আমারও সেই উল্টে যাওয়া
কচ্ছপের মতো দশা হয়েছে।
কচ্ছপকে সাহায্য করার
জন্য প্রকৃতি
কোন না কোন ব্যবস্থা
করে দেয়,
কিন্তু আমার ব্যবস্থা
বা গতি দেওয়ার জন্য কাউকে খুঁজে পাইনা।
একদিন আমারও একটা না
একটা কিছু হবে,
লোকে পাগল বলুক তবু
বিশ্বাস হারাইনি।
তোমাকে ছেড়ে কেমন করে
থাকি আমি দূরে,
ভালো থেকো আমার
ভালোবাসা।
No comments:
Post a Comment