মনে আছে তোমার আদরি?? একদিন বুক চাপা অভিমান
নিয়ে বলেছিলাম তোমাকে খুন করবো আমি। তুমিও তার বিপরীতে বলেছিলে “তোমার হাতেই খুন
হতে চাই আমি”। আদরি তুমি কি নিছক কথার পিঠে সুর মিলিয়ে বলেছিলে কিনা তা জানিনা।
তবে তুমি জানোনা তোমার এই কথা শুনে কতোটা অভিভুত হয়েছিলাম তা সেদিনের মতো আজও
তোমায় বলে বুঝাতে পারবো না। আমি আর তোমায় খুন করতে পারলাম কোথায়? তোমার ভালোবাসায়
তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে তুমিই তো ক্ষত-বিক্ষত করে পিছন থেকে বসিয়ে খুন করলে
আমায়। সবকিছুই তোমার চোখে পড়ে, সবকিছুই চোখে পড়ে শুধু পড়ে না আমার হৃদয়ের রক্তকান্না।
সে যে খুব যত্ন করে তোমারই জন্য দুকুল ছাপিয়ে তৈরি করেছে এক লোহিত বন্যা। নাকি ধরে
নেবো তুমি আজ দেখেও বহুকিছু দেখো না, দেখতে চাও না। নাকি তোমার দেখার পরিসর ছোট
হয়ে গেছে কারো প্রভাবে? তুমিতো আবার নিজের নয় অন্যের প্রভাবে প্রভাবিত আর পরিচালিত
হতে স্বাচ্ছন্দ্য বোধ করো। একটি কথা তোমায় আমি না দেখলেও তোমার প্রায় সব খবরই আমার
কানে আসে, যদিও মাধ্যমটা তোমারও কল্পনার অতীত। তোমায় আমি বলেছিলাম তুমি যেখানেই
যাওনা কেন আমার ছায়া তোমার সাথে সাথে থাকবে, ধরে নাও সেই ছায়াটাই হচ্ছে আমার
মাধ্যম। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।
No comments:
Post a Comment