irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, July 14, 2013

সীমাবদ্ধ আকাশ

আমার একলা আকাশ বলতেই কেন জানি সীমাবদ্ধতা আবিস্কার হয়। অথচ আকাশকে কি কখনো সীমা দিয়ে আটকানো যায়? কিন্তু আমার আকাশ মানেই সীমাবদ্ধ এক জগত। মেঘলা হয়ে আসে আমার আকাশ, কখনো বা রোদেলা এক পশলা বৃষ্টি আর কখনো বা ঝড়। অনাবিল প্রশান্তির যে বাতাস এখানে বয়ে যায় তার ছোঁয়া, স্নিগ্ধতা কেমন করে বুঝাই, তবুও কেন যেন আমার আকাশ সীমাবদ্ধ বা গণ্ডিবদ্ধ। যখনই আমার আকাশে মেঘ জমে আমি চোখ বুঝে নিঃশ্বাস নেই, অনুভব করি প্রশান্তির সুখ কতো দূরে, আমার নাগালের কতোটা বাহিরে। আমি সীমাহীনতার সুখ খুঁজে পাই, নতুন করে নিজেকে খুঁজে পাই। তবু কি করে হয় আমার আকাশ সীমাবদ্ধ বুঝে পাই না। বর্ষা চলছে, বর্ষার পানিতে সব পাতা ভিজেছে  তবে কেন জানি তার নুপুরে ছন্দ হয়ে বাজেনি, তার চুড়ির রিনিঝিনি সুরে ঢেউ তুলেনি। আমি শুনতে পাইনি নিবির সুরতান। আষাঢ় ঢলে এবার জাগেনি আমার গীতবিতান। বৃষ্টি নামে এখানে খুব যেন ভেবে চিন্তে, মনে হয় শুধু আমার কারণেই। কি এতো ভাবে সে? আমার আকাশ এতো কৃপণতা ধারণ করে কেন? অধীরতার মানে কি বুঝে না? নাকি আমার সহন সীমা আজ চোখে দেখা শেষ হয় না। নাহ কি এক খেলা যে খেলছে বৃষ্টি কে জানে! অঝোর স্রাবণের প্রতীক্ষা বুঝি শুরু করতেই হবে এখন থেকে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতে হবে স্রাবণের বৃষ্টি কানায় কান্য পূর্ণ করবে আমার আকাশের মেঘ সাজ। মেঘলা আকাশ হাসবে স্রাবণের সাথে এই ভেবেই পাই সান্ত্বনা। আমি আবারো চোখ বুঝি স্রাবণের সাথে সুর বুনি একা একা। আমি জানি আমার ভালোবাসার একাকীত্ব কোনদিন শেষ হবার নয়। তবু ভালো থাকুক আমার ভালোবাসা।

No comments:

Post a Comment