বিধাতা বিধিলিপিতে যে গদ্য রচনা করেছে
সেখানে তো ছন্দের কোন স্থান নেই।
নতুনের আহবানে ষড়যন্ত্রের সাথে আলিঙ্গন করে
আমাকে ছুঁড়ে ফেলে দিলে খুব সহজেই।
কেটে দিলে আমার সব ডালপালা
পরিনত হলাম ডালপালা হীন এক মহীরুহে।
হয়তো তোমার পার্স আরও একটু পৃথুল হবে
চকচকে টাকার আলিঙ্গনে।
হয়তো তোমার ব্যক্তিগত সংগ্রহশালা
আরও একটু আহংকারিক হবে
ঐ পুরুষ সঙ্গীর দেওয়া কোন মুল্যবান উপহারে।
কিন্তু রাতের শেষে যখন চোখের কোণে
জমবে আরও একটু বিষণ্ণতার কালি
যখন কিছুতেই ঘুম ধরা দিতে চাইবে না
তখন কি ক্ষণ কালের জন্য তোমার মনে হবে না
বৃথাই এই ব্যর্থ জীবন যাপন.........
ঐশ্বর্য আছে অফুরন্ত কিন্তু তৃপ্তি নেই।
এমনভাবে এক মানুষের বেঁচে থাকার
প্রতিটি প্রহরকে রক্তাক্ত করে বিনিময়ে কি
পেলে তুমি?
সীমাহীন শুন্যতা ছাড়া, ভেবে দেখো নিভৃতে।
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে
ভালো থেকো আমার ভালোবাসা।
No comments:
Post a Comment