কালো মেঘের কিছু ঝাপটা
বাতাস এসে
মনের মাঝে লাগার সাথে
সাথে মনে ভিতরের গোলাপি দুঃখগুলো
হুঙ্কার দিয়ে জানায়, “আমরা
জমাট বেঁধে আছি”।
রুপালি কাগজের উপর
দুঃখের আহাজারি,
আগুনের নৃত্যের তালে
তালে কিছু কুৎসিত ধোঁয়ার মাঝে
আকাশের মেঘের গর্জন
শোনা আর
শীতল বৃষ্টির ফোঁটা
ছোঁয়া আর হলো না আমার।
বৃষ্টি শেষে শরীর আর
শীতল হলো না,
উতপ্ত রক্তবিন্দুর
নৃত্য তখন দেখে কে!
শুরু হয়ে গেলো
দাপাদাপি।
মাথার ভিতরের তারগুলো
ঠাশ ঠাশ করে ছিঁড়তে থাকে।
মনকে কোনভাবেই
নিয়ন্ত্রন করা যাচ্ছে না।
বার বার মনে হতে থাকে,
তুমি চাইলেই আমার
জীবনে বৃষ্টির শীতলতার অনুভূতিটা রাখতে পারতে।
কিভাবে পারলে তুমি
আমার হাতের রেখার
পথ ছেড়ে অন্য পথের
যাত্রী হতে!!
জানি, তুমি বিশ্বাস
করবে না
আমার হাতের রেখায়
তোমার পথ আঁকা ছিলো,
তোমার বিশ্বাস আমার
পাঁজরের মাংসে তোমাকে সৃষ্টিকর্তা বানায়নি।
তোমায় ছেড়ে কেমন করে
থাকি আমি দূরে,
ভালো থাকুক আমার
ভালোবাসা।
No comments:
Post a Comment