পুরনো সুখগুলো খুঁজে
পাই
এখনো তোমার কথা ভেবে।
স্মৃতির পাটাতে রেখেছি
তাই
আজো তোমার ছবি এঁকে।
দুঃসহ জীবনের গল্পগুলো
ঢেকে রেখেছি অশ্রুর
ডোরে।
হাসির আড়ালে কতো
ব্যাথার
অশ্রু ঝরে হৃদয় থেকে।
তবুও প্রান্তর থেকে
প্রান্তরে
এখনো খুঁজে বেড়াই
তোমাকে।
নিঃস্বার্থ এই
ভালোবাসার জালে
বন্দী ছিলাম আমি তোমার
কাছে।
পুতুলের মতো খেলেছো
আমায় নিয়ে
স্বার্থের অভিলাষে
আবার
ছুঁড়ে ফেলে দিলে
ডাস্টবিনে।
যেখানে ছিলাম আমি আগে
সেখানেই রয়ে গেলাম
বাধ্য হয়ে।
যেখানে যে অবস্থায়
রেখে গিয়েছিলে
আজো আছি সেখানেই আমি
তোমারই ভালোবাসা বুকে
নিয়ে।
তোমায় ছেড়ে কেমন করে
থাকি আমি দূরে,
ভালো থেকো আমার
ভালোবাসা।
No comments:
Post a Comment