irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, May 29, 2020

যদি ....

যদি আমাদের দেখাই না হতো...,
অন্তত রাতের অন্ধকারে চোখের পাতা তো ভিজতো না!!

যদি তোকে ভালবাসতে অল্প হলেও আমি খাদ মেশাতাম;
অন্তত মনটা তো এইভাবে ভাঙতো না!!

যদি তোর ভুল গুলোতে "next time করবি না কিন্তু" বলে ছেড়ে না দিতাম..,
অন্তত আজ আমায় একা থাকার জন্য অন্ধকার ঘরটাই বেছে নিতে হতো না!!

যদি তোর সাথে প্রত্যেক রাত থেকে ভোর অবধি কথা বলে না কাটাতাম;
অন্তত আজ নিজের সাথে কথা বলাটা শিখেই যেতাম!!🙂

যদি তোর সাথে সারা জীবন একসাথে কাটানোর স্বপ্ন না দেখতাম;
অন্তত আজ স্বপ্ন দেখতে এত ভয় পেতাম না !!

অনেক চেষ্টা করেছি তোকে ভুলতে জানিস?
কিন্তু তাও পারিনি বারবার মনে হয়েছে যদি আমাদের দেখাই না হতো...,
যদি...🥀

Thursday, May 28, 2020

তবুও দেখি স্বপ্ন

আমি এখনও স্বপ্ন দেখি ভেঙ্গে যাক তবুও দেখি কেন জানো কারণ এখন স্বপ্ন ভেঙ্গে গেলেও আর মন টা ভাঙ্গে না কারণ মন টা যে অনেক আগেই ভেঙ্গে গেছে তাই নতুন নতুন স্বপ্ন দেখি কষ্ট পাইনা , এখন আর হয়তো স্বপ্ন গুলো রঙ্গিন হয় না আগের মত তবুও ঝড়ে যাওয়া শুকনো পাতার মত একটা একটা করে ঝড়ে যায় আমার স্বপ্ন গুলো প্রতিদিন তবুও , বেঁচে আছি এই ভাঙ্গা গড়ার খেলা নিয়ে হয়তো এভাবেই থাকবো তবুও আমি স্বপ্ন নিয়েই বাঁচবো ...


Tuesday, May 26, 2020

প্রাক্তন হলেও অপ্রিয় নয়

সত্যিকারের ভালবাসার মানুষ প্রাক্তন হলেও কখনো অপ্রিয় হতে পারে না। হয়তো মানুষ থেকে প্রিয় পাল্টে যায়মানুষটি থেকে রঙ হারিয়ে যায়। কিন্তু মানুষটির প্রতি কখনো ঘৃণা জন্ম নিতে পারে না।
রবীন্দ্রনাথ একশো বছর আগে বলেছেন, 'যদি আর কারে ভালোবাসযদি আর ফিরে নাহি আসতবে তুমি যাহা চাওতাই যেন পাও,আমি যত দুখ পাই গো।'
অর্থ্যাৎ তোমার যদি আমাকে কখনো প্রিয় মনে না হয় তবে ভালবাসা পাল্টে নিও। তুমি তোমার মত প্রিয় মানুষকে খুঁজে নিও। তবু তুমি কখনো আমার অপ্রিয় হবে না।
তার আগে বুঝিয়েছেন প্রয়োজনে আমি তোমার দুঃখে বিলীন হয়ে যাবো। তোমার মাঝে চিরজীবন বসবাস করবো। তবু কখনো প্রিয় জায়গা থেকে তুমি হারাবে না।
'আমারো পরানো যাহা চায়কোনো ভালবাসার গান না। এই গান একটি মধুর বিচ্ছেদের গান। যেখানে ভালবাসার মানুষ শত দূরে গেলেও কখনো অপ্রিয় হতে পারে না। মনের একটি কোণায় পড়ে থাকে।
'আমি তোমার বিরহে রহিব বিলীন,তোমাতে করিব বাসদীর্ঘ দিবসদীর্ঘ রজনীদীর্ঘ বরষ মাস।'


Saturday, May 23, 2020

পুনর্জন্ম প্রাপ্ত

আমি তার কাছে আগে যে ব্যক্তি ছিলাম তা তার আর মনে নেই। তবে আমি গর্ব করে বলতে পারি যে আমি জানি আমি আজ কে।
আজ, আমি একজন পুনর্জন্ম প্রাপ্ত ব্যাক্তি। আমার সম্পূর্ণ নতুন সংস্করণ।
হ্যাঁ, আমি সবসময় আমার হৃদয়ে একটি দাগ থাকবে। এমন একটি দাগ যা আমাকে চিরদিনের জন্য স্মরণ করিয়ে দেবে যখন জীবন আমাকে চ্যালেঞ্জ করেছিল। তবে আজ সেই দাগ সেলাই হয়ে গেছে এবং আমি আনন্দের সাথে বলতে পারি যে খারাপটি শেষ হয়ে গেছে। আমার শরীরের যে অংশগুলি একবার রক্ত ​​দিয়েছিল সেগুলি এখন অনেকটাই নিরাময় হয়েছে। কিন্তু এটি রাতারাতি ঘটেনি। এটা আমার সময় লেগেছে। এটা আমার ধৈর্য লেগেছে। আমার সমস্ত অনুভূতি আমার ভিতরে বয়ে যেতে হয়েছিল, আমার জীবনের অন্ধকার থেকে বেঁচে থাকতে হয়েছিল, তা গ্রহণ করতে হবে, শেষ পর্যন্ত আমার পায়ে উঠতে এবং এগিয়ে যেতে চিৎকার করতে হবে।