irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, May 26, 2020

প্রাক্তন হলেও অপ্রিয় নয়

সত্যিকারের ভালবাসার মানুষ প্রাক্তন হলেও কখনো অপ্রিয় হতে পারে না। হয়তো মানুষ থেকে প্রিয় পাল্টে যায়মানুষটি থেকে রঙ হারিয়ে যায়। কিন্তু মানুষটির প্রতি কখনো ঘৃণা জন্ম নিতে পারে না।
রবীন্দ্রনাথ একশো বছর আগে বলেছেন, 'যদি আর কারে ভালোবাসযদি আর ফিরে নাহি আসতবে তুমি যাহা চাওতাই যেন পাও,আমি যত দুখ পাই গো।'
অর্থ্যাৎ তোমার যদি আমাকে কখনো প্রিয় মনে না হয় তবে ভালবাসা পাল্টে নিও। তুমি তোমার মত প্রিয় মানুষকে খুঁজে নিও। তবু তুমি কখনো আমার অপ্রিয় হবে না।
তার আগে বুঝিয়েছেন প্রয়োজনে আমি তোমার দুঃখে বিলীন হয়ে যাবো। তোমার মাঝে চিরজীবন বসবাস করবো। তবু কখনো প্রিয় জায়গা থেকে তুমি হারাবে না।
'আমারো পরানো যাহা চায়কোনো ভালবাসার গান না। এই গান একটি মধুর বিচ্ছেদের গান। যেখানে ভালবাসার মানুষ শত দূরে গেলেও কখনো অপ্রিয় হতে পারে না। মনের একটি কোণায় পড়ে থাকে।
'আমি তোমার বিরহে রহিব বিলীন,তোমাতে করিব বাসদীর্ঘ দিবসদীর্ঘ রজনীদীর্ঘ বরষ মাস।'


No comments:

Post a Comment