তোমাকে একটা চিঠি লিখতে ইচ্ছে করছে কেন জানি
আজ। তুমি অনেক রাগ করতে তোমাকে চিঠি দিতাম না বলে। তুমিতো ভালো করেই জানো ইচ্ছাকে
প্রশ্রয় দেওয়াই আমার কাজ। বন্ধুদের মনে খুব সন্দেহ ছিল, আমি নাকে ভালবাসতে জানিনা।
আমিও তাদের কিছুই বলতাম না, কেনই বা বলবো। এখন আমার সকল ভালোবাসা তোমায় ঘিরে, বলতে
যদি হয় তোমায় বলবো মন দিয়ে। আর তুমি তা বুঝে নেবে তোমার মনের ভাষায়। ওই দেখো এটাকি
চিঠি হচ্ছে নাকি! চিঠি লিখতেতো প্রারম্ভ লাগে, আর আমার চিঠিতেতো সম্বোধন পর্যন্ত
নেই। সে থাকগে, সম্বোধন দিয়ে কাজ কি? আমার ভালোবাসাকে সম্বোধনের নিয়মে বাঁধে এমন
সাধ্য আছে কার! তোমাকে কতো ভালোবাসি তা আমি যেমন পরিমাপ করতে পারিনা, তেমনি তোমার
ভালোবাসাকেও আমি পাই আমার প্রতিটি হৃদকম্পনে আজও। আমার প্রতিটি নিঃশ্বাস আমাকে
জানান দিতো তোমার ভালোবাসায় তাদের সতেজ থাকা। শোন, আমার কিন্তু মনে হচ্ছে এই
লেখাটি পড়তে পড়তে তোমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, যদি তাই হয় তাহলে তোমার স্পন্দনে
আজও মিশে আছে আমার অকৃত্তিম ভালোবাসা।
No comments:
Post a Comment