irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Wednesday, October 31, 2012

কৃত্রিম আনন্দ


প্রিয় মানুষটা যখন আঘাত করে, ইচ্ছে করে নিজেকে খুব ঘৃণা করতে। কারণ তখন নিজেকে অকারনে অপরাধী মনে হয়, খুব তুচ্ছ লাগে নিজেকে। তাই আজ আমি নিজেই ঘৃণা করি নিজেকে, কেন এমন আমি? কেন আমার পৃথিবী আজ অন্ধকারে, কেন হাজারো প্রশ্ন আমাকে কাঁদায় প্রতিদিন। শুধু তোমাকে ভালোবেসে আজ আমার কিছু নেই, আমার নিজেকেই শুন্য মনে হয়। কেন এসেছিলে আমার জীবনে? আমার এই বিশাল আকাশটা কেন আজ মেঘে ঢাকা? কেন আমি প্রত্যাশার পিছনে ছুটে আজ ক্লান্ত? কি পেয়েছো তুমি, বলো কি পেয়েছো? পাওনি তো কিছুই চলে গিয়ে আমাকে একা ফেলে। শুধু দুমড়ে মুচড়ে গেছে আমার জীবনের পাতাগুলো, যেখানে তোমায় নিয়ে কিছু আশার ছবি আঁকা ছিলো অনেক যতনে। আজ সেই আশাগুলো আমার নির্ঘুম রাত জাগা, মাঝে মাঝে নীরবতায় চোখ ভিজে যায়। অনেক কষ্ট আর চিন চিন ব্যাথা হয় এই বুকের ভিতরে, কাউকে বোঝাতে পারিনা। এ কেমন জীবন আমার! কৃত্রিম আনন্দ নিয়ে আর কতোটা দিন বাঁচবো আমি জানিনা। মাঝে মাঝেই এতো কিছুর মাঝ থেকে মুক্তি নিতে ইচ্ছে করে, আবার আর একবার বাস্তবতার অনুভূতিগুলো নিয়ে বাঁচতে ইচ্ছে করে। এই দোদুল্যমানতার ভিতর দিয়ে দিনগুলো পার হয়ে যাচ্ছে বড় অসহায়ভাবে। জানি না এটা কেমন জীবন আমার?? তবু চাই ভালো থাকুক আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment