যদি কখনো ভুল করে তোমার মনের আঙিনায় ভেসে
উঠে আমার স্মৃতি, মনে পড়ে যায় আমায়, চোখ মেলে দেখো ঐ আকাশের পানে। দেখবে এক
নিঃসঙ্গ পাখি দলবল সাথী ছেড়ে উড়ে চলেছে আকাশের বুকে। অর্থহীনভাবে তাকিয়ে দেখছে
এদিকে ওদিকে আর উড়ছে আনমনে। পাখিটি বসছে না কোথাও, নিচ্ছেনা কোন বিশ্রাম। সেই কবেই
হারিয়ে ফেলেছে দুটি পা। হয়তো পাখিটি কখনো এসে যাবে তোমার অতি সন্নিকটে, তোমার
আঙিনায়। যখন তুমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, নিদ্রায় শুনবে পাখিটির আর্ত চিৎকার।
হয়তো তুমি জেগে উঠবে সে আর্তনাদে। হয়তো তোমার আঙিনায় নিতে চাইবে বিশ্রাম পাখিটি,
কিন্তু সেই ক্ষমতাটুকু নেই। বরং দুএকটা পালক খসে পড়বে তার ভগ্ন ডানা থেকে। তখন
তোমার মনে জাগতে পারে ক্ষণিকের মায়া, সেবা দিতে চাইবে পাখিটিকে। কিন্তু পাখিটি উড়ে
যাবে দূরে থেকে দূরে, অজানা সীমাহীন গন্তব্যে। কারণ হয়তো তার মনে পড়ে যাবে তুমিই
তার পা দুটি ভেঙ্গে দিয়েছিলে পরম যত্নে। তোমার আঙিনায় পড়ে থাকবে শুধু খসা
পালকগুলো, শুধু তুমি চেয়ে থাকার জন্য। জানি কখনোই দিতে চাইতেনা সেবা, বরং ঘৃণায়
তাড়িয়ে দিতে যদি জানতে এ আমারই বিদেহী আত্মা আর আমিই সে আহত পাখি......। এতো যত্ন
করে আমায় দুঃখ দেওয়ার কি খুবই দরকার ছিলো?? বলো, বলোনা তুমি......
No comments:
Post a Comment