irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, October 9, 2012

কিন্তু নেই সেই


মনটা খুবই খারাপ আজ, ভীষণ একা লাগছে নিজেকে। এই মন নিয়ে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটলেও বারে বারে মনে পড়েছে তোকে। গত বছর এই মাসে তোর সাথে ঢাকায় সময় কেটেছে খুব ভালভাবেই। তখন তোর মন ভালো ছিল না, আর আমার প্রাণান্তকর চেষ্টা ছিল তোর মন ভালো করার আমার সঙ্গ দিয়ে। তখন কি জানতাম যে তোকে আমি ঢাকায় পাঠিয়ে আমার জীবন থেকেই হারিয়ে ফেলবো, ভুলেও ভাবতে পারিনি তাদের সংস্পর্শে থেকে তুই সব রপ্ত করে আসবি। আমার জীবন থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু তো মূলত তখন থেকেই। তোকে অনবরত মোটিভেশন দেওয়া হচ্ছিলো আর তুইও...। যার ইংগিত আমি পেয়েছিলাম বসুন্ধরার ফুডকোর্টে তোর মুখে সেই ‘জা...’ কথাটি শুনে। মনে পড়ে তোর?? যা হবার হয়ে গেছে, তুই করে ওদের দেখাতে পেরেছিস যে তুইও পারিস। আজ তুই সব ভুলে গেছিস যেমন করে ভুলে গেছিস অনেকদিন আগে পড়া কোন উপন্যাস। কিন্তু আজও আমি সেই প্রথম এর আমি হয়ে আছি। এখনো আমি তোর কথা ভেবেই ঘুমিয়ে পড়ি আবার চোখ খোলার আগেই তোর কথা ভাবি। আমি আছি সেই আমি কিন্তু নেই সেই তুই। এটা হয়তো আমার ব্যর্থতা যে তোর মতো আমি চিরবিদায় বলতে শিখিনি। আজ এই মন খারাপের দিনে আমার প্রিয় মানুষগুলোর একজনও পাশে নেই। হায়রে নিয়তি, পদে পদে আর কত পথ আগলে দাঁড়াবি? আর কত?

No comments:

Post a Comment