আজ ঘুমের মধ্যে কাকে যেন অনুভব করলাম। মনে
হলো সেটা তুমি, আমার আদরি। তোমার মিষ্টি কণ্ঠ আমার চিরচেনা হয়েও আজ অপরিচিত। স্বেচ্ছায়
এসে নিজেই পালিয়ে গেলে। কান্নার মাঝে ছিলাম আমি, সেই কান্নার প্রহরেই ফেলে গেলে
আমায়। আমার প্রতি তুমি বিশ্বাস হারিয়েছ, কিন্তু কোন সুনির্দিষ্ট কারণ দেখাতে পারোনি।
তুমি যখন বললে, এটা বিশ্বাসের হলে বলতাম। উফ কোনদিন সেই কষ্ট মুছবেনা। হয়তোবা
কোনদিন ফিরবে, হয়তোবা ফিরবেনা। তোমার কথা আমি জানিনা, তবে আমি তোমাকে কোনদিন আর
গ্রহন করতে পারবোনা হয়তো। যে মানুষের বিশ্বাস একবার ভেঙ্গে যায়, শত চেষ্টায় জোড়া
লাগানোর পর তা আবারো ভেঙ্গে যায়। পূর্বে ভাবতাম তুমি আমার জন্য সব করতে পারো, এখন
জানি তুমি নিজের জন্য সব করতে পারো। তাই তোমার জন্য আমার যতো কষ্টই হোক তোমাকে ভুল
করে একবারের জন্যও ডাকতে ইচ্ছে হয় না। হয়তো দেখলে আমি আবারো তোমাকে ফেরানোর চেষ্টা
করবো, নিজেকে ঠিক রাখতে পারবো না। মনের ভিতরে যতো কষ্ট আছে বাইরে এসে আমাকে আঘাত
করবে। তোমার যতগুলো স্মৃতি আছে তাতো থেকেই যাবে আমার কাছে। হয়তো সেটাই আমার তোমার
কাছ থেকে পাওয়া শেষ অনুপ্রেরণা। আমি বন্ধুত্বের সম্পর্কে কখনোই ফিরে যেতে পারবো না। তাই সেই চিরচেনা সম্পর্কটা অপরিচিতই থেকে যাবে আজীবন। ভালো থেকো আমার
ভালোবাসা।
No comments:
Post a Comment