ছেলেরা মেয়েদের চাইতেও বেশী আবেগপ্রবণ হয়
যদি সে সত্যিকার কাউকে ভালবাসে। একটা ছেলে সারাদিন অনেক মেয়ের সাথে কথা বলতে পারে
কিন্তু দিনের শেষে যখন সে ঘুমাতে যায় তখন তার মনের মানুষের কথাই ভাবে। ভালোবাসার
মানুষের একটু হাসির জন্য অনেক কিছুই করতে পারে। ছেলেরা সব সময়ই চায় তার ভালোবাসার
মানুষ শুধু তার সাথেই সারাক্ষন কথা বলুক। যদি ছেলেটা কখনো তার সমস্যার কথা বলে তার
মানে শুধু এটাই যে, সে চায় তার ভালোবাসার মানুষ তার কথা শুনুক। কোন উপদেশ বা অন্য
কিছুর জন্য নয়। ছেলেরা আসলেই অনেক বেশী আবেগপ্রবণ যতটা না কেউ ভাবে। শুধুমাত্র
মেয়েরাই ছেলেদের একমাত্র দুর্বলতা। ছেলেটি যদি বলে আমাকে একটু একা থাকতে দাও এর
মানে হচ্ছে মেয়েটি যেন তাকে ছেড়ে না যায়, কাছেই থাকে। এটা ঠিক ছেলেরা হয়তো নিজের
সব ভুল নিজেরা দেখতে পারেনা, হয়তো একটু একগুয়ে হয়। কিন্তু একজনের কাছে সে নিজের সব
ভুল মাথা নুইয়ে স্বীকার করে নিবে যাকে সে ভালবাসে। ছেলেরা কখনোই পিছন থেকে ছুরি
বসিয়ে দিয়ে বিশ্বাসঘাতকতা করেনা অন্তত যাকে ভালবাসে তার সাথে। কখনোই আরেকজনের সাথে
ঘনিষ্ঠ হওয়ার পরেও ভালোবাসার মানুষের সাথে মিথ্যে অভিনয়ের মাধ্যমে প্রতারনা করে
যায় না দিনের পর দিন। যে কারণটির জন্য একজন মানুষের কাছে পুরা পৃথিবীটাই মুহূর্তেই
অচেনা আর বিষময় হয়ে উঠে। তারপরেও ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment