অনেক হাঁটার পর যখন আমি দেখবো আমার পেছনের
রাস্তা আর দেখা যাচ্ছেনা তখন বুঝবো আমি পথ অতিক্রম করেছি। অনেক ভালোবাসার পর যখন
আমি দেখবো আমার জন্য কারো চোখ থেকে এক বিন্দু অশ্রু ঝরে পড়েছে তখন বুঝবো আমি কাউকে
ভালোবাসতে পেরেছি। অনেক বাঁধা পার হওয়ার পর যখন আমি যখন মাথা উঁচু করে দাঁড়াতে
পারবো তখন বুঝবো আমি সফল হয়েছি, যদিও আমার নিজেরই সন্দেহ হয় এতো স্মৃতির বাঁধা আমি
অতিক্রম করতে পারবো কিনা। অনেক জম্মের পর আবার যখন জম্ম নিয়ে আমি তোমাকেই আবার
ভালবাসবো তখন বুঝবো আমি তোমাকেই ভালবেসেছি। এটা আমি তোমার কাছে প্রকাশও করেছি যে
আবার জম্ম নেওয়ার ইচ্ছে আমার শুধু তোমাকেই ভালোবাসার জন্য, নয়তো আমি আর পুনঃজম্ম
চাইনা। কিন্তু তুমি হেসে উড়িয়ে দিতে বড় অবজ্ঞা ভরে আমার এই ইচ্ছেকে। হয়তো আজ নয়
আগামীকাল নয়তো পরেরদিন বা কোন একসময় আমার শুন্যতা অনুভব করলেও করতে পারো, তখন কি
পড়বে মনে যে নিজের থেকেও তোমাকে কেউ ভালোবেসেছিল। শত অপমান সহ্য করে তোমার কাছেই
পড়ে ছিলাম। গতবছর ঠিক এই সময় থেকেই শুরু হয়েছিলো আমার ভালোবাসাকে অবহেলা করার
নিষ্ঠুর খেলা তোমার। অনেক কাঁদিয়েছ তুমি তবুও হাসতে চেয়েছি শুধু ভালোবাসি বলে,
অনেক ভুল করেছো তুমি তবুও ভুল ভাবিনি শুধু ভালোবাসি বলে। ভালো থাকো আমার
ভালোবাসা......
No comments:
Post a Comment