irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, November 6, 2012

সাগরের কাছে


খুব ইচ্ছে করছিলো একটু সাগরের কাছে থাকি, তবে প্রকৃতির সাথে থাকার মানসে নয়। মনের মতো একটা আস্তানা আর সঙ্গী পাওয়া না গেলে তো পৃথিবীর কোনকিছুই সুন্দর আর আনন্দ লাগেনা। এলাম দুর্নিবার টানে সেই সাগরের এদিকটায় যেখানে তোমার সাথে কোন স্মৃতি নেই। একটু আগেও মনটা কেমন জানি ছিলো, খোলা আকাশ দেখছিলাম। ভালোই লাগছিলো, হটাৎ করেই বর্তমান থেকে কিছু স্মৃতি আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলো সেই অতীতের সময়ে। মেইক আপ করার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ব্রেক আপ ঠেকাতে ব্যর্থতা। দিনের পর দিন আমাকে চরম অবহেলা করে দূরে সরিয়ে তোমার আরেকজনকে কাছে টেনে নেয়া।  আমার এতো বিশ্বাস ভাঙার পরেও তোমার অস্বীকার, একে একে সব। চেষ্টা করেও মন ভালো রাখতে পারলাম না আর। ফেরাতে পারিনি চোখের কোণের অশ্রু ফোঁটা, পরাজয় মেনে নিলাম মনের হাজার প্রশ্নের কাছে। তাই কাঁদতে দিলাম, কাঁদলে নাকি মনের বিষণ্ণতা কেটে যায়। কিন্তু আমি মনে করি ভুল, কাটেনি মনের বিষণ্ণতা আমার। আমি কেঁদেছি, সেই পুরনো কিছু স্মৃতি আমাকে কাঁদিয়েছে। কি অদ্ভুত আজ তুমি নেই আমার কাছে, একই শহরে থেকেও আমার থেকে সহস্র মাইল দূরে তুমি, কিন্তু তোমার স্মৃতিগুলো আমাকে অনেক ভালোবেসে কাঁদায়। সত্যিই আজ আমার নিজের কাছেই প্রশ্ন জাগে আর কতবার আমি পরাজিত হবো তোমার স্মৃতিগুলোর কাছে? কেনইবা আমি একা পরাজিত হবো?? তবু চাই ভালো থাকুক আমার ভালোবাসা।

No comments:

Post a Comment