irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, November 15, 2012

মনের পরিবেশ


মিথ্যে করে নিজের মাঝে সুখ খোঁজা যে কতোটা কষ্টের তা শুধু কৃত্রিমতায় সুখ খোঁজা মানুষগুলোই জানে। আর আমি ঠিক তেমনই নিজের মাঝে কৃত্রিমতার সুখ খুঁজি চলেছি এখন। তবে সেটা নিজেকে সুখী করার জন্য নয় মোটেও, বরং নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ভুলে থাকার এক আপ্রাণ চেষ্টা মাত্র। আমি জানি আমার হারিয়ে যাওয়া স্বপ্ন আর ফিরিয়ে দিতে পারবে না কেউ, যেমন হারিয়ে যাওয়া নিঃশ্বাসের মতোই স্বপ্ন আর আশাগুলো হারিয়ে গেছে। হ্যাঁ, চিরতরেই হারিয়ে গেছে। স্বপ্নগুলো আজ বাসি হয়ে আঘাত নামক ডাস্টবিনের পাশে মুখ থুবড়ে পড়ে আছে, পচা দুর্গন্ধে মনের পরিবেশ নষ্ট করে চলেছে অনবরত। কিন্তু কেন এমন কাউকে বিশ্বাসের মূল্য এভাবে পেতে হয়? কাউকে মন থেকে ভালোবেসে বিনিময়ে এই অর্জন করা যায় শেষ পর্যন্ত? তার চাইতে এটাই ভালো ছিল সবার মতো মিথ্যে ভালোবাসায় জড়িয়ে সব কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়া। কি অদ্ভুত যাকে নিয়ে মানুষ রঙিন স্বপ্ন বুনে সেই মানুষটাই স্বপ্নগুলোকে নিজ হাতে ভেঙ্গে দিয়ে কষ্টের সাগরে ভাসিয়ে সরে যায়। আর যদি তার ইচ্ছেমতো সেই চলে যাওয়ায় বিঘ্ন ঘটে তবে নোংরামির চূড়ান্ত প্রতিক্রিয়া করে বসে। যাকে নিয়ে আমার মনের ঘরে সুখের বৃষ্টি হতো কোন এক সময়, আজ তার কথা ভেবেই মনের দেয়াল বেয়ে কিছু কষ্ট ঝরে পড়ে। তবুও যে কেন ঘৃণা করতে পারিনা তাকে, কেন যে আজও এই বেঈমানটার জন্য আমার চোখের কোনে অশ্রু জমে? সেতো আগের মতো নাই, নাম পরিবর্তন করে দ্বারে দ্বারে ভালোবাসা আর সুখের খোঁজে আবারো মাতোয়ারা সে। সে কি আসলেই জানে বা বোঝে কোন ধরণের ভালোবাসা সে চায় বা কতটা সুখ সে চায় আর কেমনই বা হবে তার সেই ভালোবাসা আর সুখের সংজ্ঞা? হয়তো সে নিজেই জানে না। তবু ভালো থাকুক আমার ভালোবাসা......

No comments:

Post a Comment