কষ্টের একটুখানি দাগ, এক বিন্দু চোখের জল, ধুলোবালি মাখা আমার
এই মন। আমায় চারিদিকে ঘিরে আছে নিকোটিনের আলোড়ন এখন। একটু টান একটু নেশা মনের মাঝে
ঘিরে রাখা, তার না পাওয়া ভালোবাসার অতৃপ্তি। নিকোটিনের নেশায় এখন ভুলতে চাই তার স্মৃতি,
ভাবি হয়তো নিকোটিনের ধোঁয়া উড়িয়ে নিবে আমার কষ্টগুলো। হারানোর কষ্টগুলো এই বুকে
আঁকড়ে ধরে আমায় থাকতে হচ্ছে কেঁদে কেঁদে। হারিয়ে গেলো সে এই বুক থেকে, তাই নিকোটিনের
কালোতে ছেয়ে গেছে বুক আজ। নিকোটিনের জমাট বাঁধা কালোয় ব্যাথা করে বুক কিন্তু তবু
এই নিকোটিন ছাড়ে না আমায়, করেনা তার মতো প্রতারনা। অথচ তার আর এই নিকোটিনের মাঝে ছিল চরম সংঘর্ষ, শেষ অবধি
নিকোটিনই জয়ী হলো। আজো
সবসময় আছে এই মনে তবু মনে হয়ে যেন সে অচেনা মায়াবী। তাকে হারিয়ে চিনেছি
আমি আসল এই আমাকে, যাকে ভুলার ক্ষণিক চেষ্টা নিকোটিনের শেষ টানে। কোন একদিন হয়তো নিভে
যাওয়া সিগারেটের মতো আমিও নিভে যাবো, চলে যাবো অনেক অনেক দূরে তাকে আর সব ছেড়ে না
ফেরার দেশে। ইচ্ছে করলেও কোনদিন আর ফিরে আসতে পারবো না, কিন্তু তার দেওয়া কষ্টগুলো
বুকের পাশে সেই আগের মতোই রয়ে যাবে। শত চেষ্টা করেও যেটা ভোলা যায় না আর হয়তো কোনদিন
পারবো ও না। ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment