irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, November 29, 2012

নিঃস্বতম ব্যক্তি


ভালোবাসা যদি অনর্থ হয় তবে জীবনে বেঁচে থাকার কোন অর্থই নেই। ভালোবাসা যদি অর্থের বিনিময়ে পেতে চায় কেউ তবে সেই পৃথিবীর নিঃস্বতম ব্যক্তি যার এক কানাকড়িও মূল্য নেই। সবটুকু ভালোবাসা তোমায় দিবো বলে নিজেকে ভালবাসতে পারিনি। তোমার কথা ভাবতে ভাবতে নিজের কথা আর ভেবে উঠতে পারিনি। বেশী কিছু চাইনি, আকাশের নীল রঙের মেঘের দেখাদেখি নীল রঙের শাড়ি পরানো দেখতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম হাত ভর্তি নানা রঙের চুড়ি আর তোমার কপালের আকাশে টিপ আর তোমার ঐ চোখের আঙ্গিনায় কাজল দেয়া। বুঝতে পারছি তুমি খুব সুখে আছো আমাকে দূরে ঠেলে দিয়ে। কিন্তু যখন এই সুখ তোমাকে একদিন অনেক অনেক দূরে সরিয়ে দিবে সেই দিন তুমি বুঝবে কষ্টের যন্ত্রণা কতটা ভয়ানক, কতটা নিঃশব্দভাবে মেনে নিতে হয় কষ্টকে। তখন সইতে না পেরে যদি চোখ ফেটে কান্না বের হয়ে আসতে চায় তবে একলা কেঁদো না। যখনই কান্না আসবে আমাকেও ডেকো, একসাথে বসে কাঁদবো। কষ্টগুলো শুধু আমাকে দিবে আর সুখগুলো শুধুই তোমারি হবে। জীবনের সব শুন্যতা চাইলেও মনে হয় পূরণ করা যায় না। যেমন পৃথিবীর হাজার মানুষও পূরণ করতে পারে নি আমার হারিয়ে যাওয়া মানুষটির জায়গা। যা এখনও শূন্যই রয়ে গেলো। ভালো থাকুক আমার ভালোবাসা।  

No comments:

Post a Comment