রাতকে রাত মনে করিনি,
দিনকেও দিন মনে করিনি আমি কখনোই। ২৪টা ঘণ্টাই তোমার ঘোরে জীবন অতিবাহিত করেছি। এতো
কিছু করার একটাই মাত্র কারণ ছিল, সে আর কিছু নয় তোমাকে কাছে পাবার আকাঙ্খা। কিন্তু
এখন ইচ্ছে করলেও সে আশা করতে পারিনা। কারণ তোমাকে পাবার আশা এখন রূপ নিয়েছে হতাশায়।
বিশ্বাস করো যা কিছু হলো আমি এইরকম কিছু চাইনি, চেয়েছিলাম শুধু তোমার ঐ গাল দুটোতে
এক চিলতে হাসি। যা বন্ধ না করতে বারবার তোমাকে বলতাম, মনে পড়ে তোমার? তুমি যদি
আমার দুঃখগুলোকে হৃদয় দিয়ে স্পর্শ করতে তাহলে বুঝতে কতোটা যন্ত্রণার পাহাড় এই বুকে
নিয়ে আমি বেঁচে আছি। সেদিন তোমার বুকে মাথা রেখে আমার কান্নাকে তুমি অগ্রাহ্য
করলেও এখন আমার জলে ভেজা চোখে যদি চোখ রাখতে তাহলে নিজের সুখের নিরবচ্ছিন্ন
দ্বীপের জলমগ্নতা ভুলে যেতে হয়তো। হয়তো থেমে যেতো তোমার আনন্দ উল্লাস... তুমি
নিথর, নিস্তব্ধ হয়ে ভালোবাসার আবেশে এই পাহাড়টাকে জড়িয়ে ধরে রাখতে। হ্যাঁ, আজ আমি
যা চেয়েছি তাই হয়েছে। কিন্তু আমার প্রতি তোমার কতোটুকু চাওয়া ছিল তা আজও আমার
বোধগম্য নয়। হ্যাঁ তোমাকে আমি নিকৃষ্ট বলছিনা। আমি শুধু জানতে চাই মানুষ এতোটা
নিকৃষ্ট হয় কি করে??? তবু ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment