আমি জীবনে কোনদিন কাউকে ভালবাসিনি, তবে
একজনকে ভালোবাসলাম। বলা যায় তার কাছে থেকে অজান্তে ভালোবাসার যে অনুভব বা আবেগ আছে
সেই জিনিষকে শিখেছি। কিন্তু সেই আবার আমাকে একা করে দিলো। এমনটাই যখন হবার ছিলো
তবে ও আমার জীবনে এসেছিলো কেন? যখন আমাকে এতোই অবিশ্বাস তবে এতো কাছে নিলো কেন?
জীবনে বড় হওয়া তার কাছে এখন অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, এটা বোধহয় সবারই ইচ্ছা থাকে।
সে তার জীবনকে যেভাবে গড়ে তোলা উচিত সেই সব কাজ করছে তাতে আমি অখুশি নই। ও যখন যা
চেয়েছে সব পেয়েছে। কিন্তু, আমিতো শুধুই তাকে চেয়েছিলাম সে তাকে না দিয়ে বরং আমায়
জীবন্ত লাশ করে গেলো কেন? সে খুব সংগ্রাম করছে, তার জীবনকে নতুন করে গড়ে তোলার
জন্য চেষ্টা করছে। কিন্তু আমি কেন পারছি না? তার সব কথা যে আজো আমার কানে বাজে। সে
যেমন আমাকে ভুলে তার নিজের কাজে মন দিতে পারছে, আমি কোন পারছি না? কি করে আমি এক নিমেষে
সব আশা হারিয়ে ফেললাম? তার এখন আমার জন্য সময় নেই জানি, হয়তো একদিন ভুলে যাবে
আমাকে। আমাকে ভুলার জন্য সে এখন অন্য একজনকে নিয়ে মত্ত। কিন্তু আমি তাকে কিভাবে
ভুলবো? তাই তাকে অনুরোধ করে বলতে ইচ্ছে করে, আমাকে তোমার মতো করে দাওনা
প্লিজ.........। তবু ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment