irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, December 1, 2012

এটাই জীবন


একটা সম্পর্ক ভাঙতে যতটা কম সময় লাগে ঠিক একটা সম্পর্ক গড়তে যদি এতোটা কম সময় লাগতো তাহলে মনে হয় এতোটা কষ্ট পেতাম না সম্পর্ক ভেঙ্গে গেলে। কিন্তু তা হয়নি আমার, ভালোবাসার সম্পর্কে আমি তিল তিল করে কিছু স্বপ্ন দেখেছিলাম যা ভেঙ্গে গিয়ে এখন সাংঘাতিক কষ্ট হয় এখন। আর মন ভাঙ্গার কষ্টগুলোই মনে সব চেয়ে বেশী যন্ত্রণা দেয় এই আমাকে। কি অদ্ভুত আর বিচিত্র মনের মানুষ যাকে মন থেকে বলে ভালোবাসি, যার জন্য অনন্তকাল বেঁচে থাকতে চায় সেই মানুষটাকেই কষ্ট দেয়। জানিনা এই মানুষগুলো কি পায় এই মন ভাঙ্গার খেলা খেলে। কিন্তু এই খেলাতে হাজারো মানুষ নিজেকে চিরতরে হারিয়ে ফেলে এক অন্ধকার জীবনে। আজকাল অনেক ভালোবাসা হয় নেট বা মোবাইলে যা আইডি বা সিম পরিবর্তনের সাথে সাথে relation স্ট্যাটাস change হয়ে যায়। ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া জীবন চালিয়ে নেয়া অনেক কঠিন হয়ে পড়বে, তুমি চিরকাল শুধু আমারই থাকবে, আমি শুধুই তোমারি...... এসব কথা শুধু মুখেই বলা যায়। কিন্তু বাস্তব জীবনে কয়জন এর ধারাবাহিকতা রক্ষা করে? যে মানুষ করতে পারে তারাই তো সত্যিকারের ভালবাসতে জানে। এখনতো দীর্ঘদিন সম্পর্কে জড়িয়ে থাকার পরও কেউ নিজের ইচ্ছায় সম্পর্ক ভাঙ্গে আবার কেউ আপন গণ্ডির প্রভাবে পড়ে সম্পর্ক ভেঙ্গে দিয়ে সব দিক দিয়ে নতুন স্বাদ নিতে নতুনের কাছে ঝুলে পড়ার পক্ষে স্বতঃস্ফূর্ত অবস্থান নেয়। এমনকি সফলভাবে সেই ভাঙ্গার খেলায় সফলকাম হয়ে কেউ কেউ উৎসবও করে। অথচ জীবনে এমন কেউ থাকা- যে অন্ধের মতো ভালবাসবে, যে কিনা ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক কষ্ট পাওয়ার পরও হাত ধরে বলে ‘আমি তোমারই ছিলাম তোমারই আছি এবং সবসময় তোমারই থাকবো’। এটাই ভালোবাসা, এটাই জীবন। ভালো থাকুক আমার ভালোবাসা।

No comments:

Post a Comment