irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, December 14, 2012

ভুলে গিয়েছিলাম



আমার পথ চলাটা একটু ধীর গতির। বুঝে শুনে যে চলি তা বলা যাবেনা- আমি চলি মন্থর গতিতে। জীবন পরিক্রমায় আমার মধ্যে পরিবর্তন ঘটে। মায়া-মমতা, প্রেম ভালোবাসা জীবন থেকে ছুটি নিয়েছিলো আমার স্বইচ্ছায়। আবেগ অনুভুতি হয়ে গিয়েছিলাম যেন। বহমান সময়গুলো নিজের মতো চলছিলো। তার সাথে আমিও চলছিলাম, বেঁচে থাকার দায় সারানো আর কি। তোমার সাথে পরিচয় অনেকদিন হলো। আমার আরেকটা অভ্যাস হুট করে কারোর সাথে মিশতে পারিনা আবার যার সাথে মিশি, সম্পর্ক সহজে ছেদও করতে পারি না। ধীরে ধীরে তোমাকে জানা হলো। জানার সুত্র ধরে...। তোমার মাঝে এমন একজনকে পেয়েছিলাম যাকে সুখ-দুঃখ হাসি-কান্নার কথাগুলো শেয়ার করা যায়। মনে হয়েছিলো নতুন করে সত্যিকার একজন মানুষ পেলাম যার উপর ভরসা বা বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায় প্রানভরে। জীবনের কিছু দুঃসহ সময় ছিল আমার, সে সময়ে ছায়ার মতো ঘিরে রাখতে আমায় তুমি। প্রতিনিয়ত খবর নিতে, কেমন আছি কিভাবে আছি সারাক্ষণ যেন ভাবনা কাজ করতো তোমার মনে। মাঝে মাঝে তুমি কি যেন বলতে চাইতে, তোমার কথায় আমি আনমনা হয়ে যেতাম। প্রশ্ন করতে কি ভাবছি? উত্তরে বলতাম ভাবছি আমাদের ভবিষ্যৎ কি, এই সম্পর্কের পরিনতিই বা কি? তুমি বলতে পরিনতি দু’জনার এক সাথে মিশে যাওয়া। তখন তোমার মতো এতো সহজভাবে আমি জীবনকে দেখতে পারিনি, আমার কাছে বেশ জটিল মনে হতো। তাই সময় যাচ্ছিলো পেরিয়ে। একসময় সিন্ধান্ত নিই আমিও... কিন্তু কি নির্মম পরিহাস! তুমি চলে গেলে দূরে আমায় একা ফেলে। আমি হাসি আনন্দে মত্ত থাকতে পারিনা এখন, কেননা আমার সুখের সময়গুলো বড়ো বেশী সংক্ষিপ্ত হয়। যখনই কোন আনন্দে লিপ্ত হতে চাই মনের কোনে একটি কথা বারবার ধ্বনিত হয় এই ক্ষণটা ক্ষনিকের, এসব আমার জন্য নয়। কিন্তু তোমার বেলায় ভুলে গিয়েছিলাম আমার পেছনের ইতিহাস। ভুলে গিয়েছিলাম “আমার কাউকে ভালবাসতে নেই”! ভুলে গিয়েছিলাম আমার ভালোবাসা মানায় না, সে দূরে যাবেই। তোমাকে ভালবেসেছিলাম, তাই তুমিও চললে...। এটাই বুঝি আমার নিয়তি! ভালো থেকো আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment