অনেক মেয়ের ভিড়ে
তোমার মায়াভরা চোখ দুটি আমি ঠিকই চিনেছিলাম। ওই চোখ দুটি যেন বারবার বলছিলো তুমি
শুধুই আমার......, আর কারো নও। আমি কোন ভুল
করিনি সেদিন তোমায় চিনে নিতে এতো মেয়ের মাঝেও। হৃদয়ের পদ্মাসনে তোমার পায়চারি
বেশ ভালভাবেই অনুভব করেছিলাম। নিজেকে পরিচয় দিতে পারিনি নার্ভাসনেস এর কারণে।
কারণ তোমার চোখেই আমি একপলকে দেখতে পেয়েছিলাম আমার এতোদিনের কঠিন অবস্থানের
সর্বনাশ। তোমার পদচারনায় মুখরিত ছিলো আমার মনের সেই আঙ্গিনা। আমি তা ভুলিনি,
কখনোই ভুলতেও পারবো না। কারণ তোমার পদচিহ্ন তো এ হৃদয়ে মুছে
যাবার জন্য আঁকতে দেইনি তোমায়। তুমিও কথা দিয়েছিলে সারাজীবন এই পোড়া হৃদয়ে
দাপটের সাথে পদচারনা থাকবে তোমার। তবে আজ কেন ভুলে যেতে হবে তোমার চোখের চাহনিতে
আমার হৃদয়ে যে ধ্বংসলীলা চালিয়েছে তার কথা? কেন ভুলে
যেতে হবে তোমার চোখের ভাষা যা বারবার বলছিলো তোমায় অকৃপণভাবে
ভালোবাসতে? কেন ভুলে যেতে হবে তোমার পদচারনার স্মৃতি
যা বারবার বলছিলো তোমার একান্ত কাছে আসতে? না আমি তা
পারবো না, পারবো না। আমি তো তোমাকে ভোলার জন্য নিজেকে
ভুলিনি, তোমাকে হারানোর জন্য নিজেকে হারাইনি। তবে আজ
কেন...... সেই তোমার জন্য আমাকে সইতে হবে এতো বেদনা?? জবাব
দাও... চুপ থেকো না... উত্তর দাও... আমি তোমার উত্তর চাই। নইলে যখন তুমি উত্তর
দিতে চাইবে, তখন হয়তো শোনার মতো কেউ থাকবে না। তোমাকে
ছেড়ে কেমন করে থাকি আমি দূরে, ভালো থেকো আমার ভালোবাসা।
No comments:
Post a Comment