কোন একটা সম্পর্কের সুস্থ পরিনতি দেখতে অনেক
ভালোই লাগে। যখন দেখি কোন মানুষ হাসি-খুশি কারো জন্য, তখন কিছু সময়ের জন্যে হলেও
ভুলে যাই আমি একা। ভুলে যাই নিজের পরিনতি। আমি তো আছি তাদের ওই হাসির মাঝে, ওইটা
হয়েই থাকতে চাই। জীবন চলার পথে এক অচেনা পথিক আমি এখন। হাঁটি হাঁটি পা পা করে অনেক
দূর পৌঁছে যাই। মাঝে মাঝে পিছন ফিরে তাকাই, কিছু সুখ কিছু দুঃখ আর স্মরণীয় কিছু
ছোট ছোট মুহূর্ত মনের জানালায় উঁকি দেয়। স্মৃতিগুলো সুযোগ পেলেই আমার সাথে ঠাট্টা
করে, আর আমি নিরুপায় হয়ে স্মৃতিগুলোর দিকে তাকিয়ে বেহায়ার মতো হাসতে থাকি। এ ছাড়া
আর কিই বা করার আছে আমার? নিষ্ঠুর বাস্তবতার দোহাইয়ের কাছে আমি অসহায়, হাত-পা বেঁধে
তুমি বাধ্য করেছো আমাকে জীবন সাগর পাড়ি দিতে। আমার এই অকুল সমুদ্র সাঁতরানোর সব
উপাদান কেড়ে নিয়েছো সেই তুমি, যাকে আমি সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসতাম। আমি
কতবার পরাজিত হয়েছি পুরনো স্মৃতিগুলোর কাছে তা শুধুই আমারই জানা। প্রতিটা স্মৃতির
নির্মম অত্যাচারের কাছে নিষ্পেষিত হয়ে বার বার অশ্রুসিক্ত হয়েছে আমার এই দুচোখ,
তীব্র আর্তনাদ করেছে আমার এই মন। অসহ্য বেদনায় বুকের পাঁজর ভেঙ্গে যেতে চায়। এতকিছুর
পরও চোখ বন্ধ করলে আমি তোমায় দেখি, চোখ খুললে আমার চোখ তোমাকে দেখতে চায়। আমি সব
জায়গায়, সবসময় আমার সবকিছুতে তোমাকেই অনুভব করি। তোমাকে আমি আবারো বলতে চাই,
অনেকেই ভালোবাসতে পারে কিন্তু কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারবে না। কারন
তোমাকে তারা ভালোবাসার জন্য পাবে না। আর এটা আমার দৃঢ় আত্মবিশ্বাস। এই তোমাকে ফিরে
পাবার আকুতি আমি করিনা, তবে সেই তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো
আমার ভালোবাসা।
No comments:
Post a Comment