আজ সেই ২৪শে ডিসেম্বর, আমার জীবনের সবচাইতে
কলঙ্কিত একটি দিন। আজ আমি হারালাম আমার জীবনের সবচাইতে সেরা অর্জন। আমার দীর্ঘ আট
বছরের তিল তিল করে গড়া উঠা সম্পর্ক হারিয়েছি, একইসাথে আমার দীর্ঘ এগারো বছরের
অন্ধকারমুক্ত জীবনের পরিসমাপ্তি। আজ এইদিনে সে জানায় আমাকে দূরে ঠেলে দিতে এমনকি
সম্পর্ক ভাঙতেও রাজি কিন্তু নতুনের সাথে যোগাযোগ বন্ধ করা তার পক্ষে অসম্ভব।
শুনলাম পরপর কয়েকবার বলা তার সেই 'হ্যাঁ, তুমি সরে যাও' কথাটি। বিশ্বাস করতে পারছিলাম না নিজের শোনার যন্ত্র আমার এই কান দুটিকে। রক্তক্ষরণ শুরু হলো যেন এই হৃদয়ে। নিমিষেই ঘটে গেলো সব, কার দোষে হোল, কেন হোল কিছুই বুঝলাম না,
বুঝলাম না কেন এই রুক্ষ আচরণ আমার প্রতি। না, কাউকেই আমার বলার কিছু নাই, কার কাছে
চাইব কৈফিয়ত?? যে আমার সাথে প্রতারণা করে সব অর্জন ধুলোয় মিশিয়ে দিয়েছে তার কাছে!!
যে খুব সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে বিক্রি করে দেয় তার কাছে!! যাই হোক
আজ প্রথম বছর পূর্তি, এই উপলক্ষ্যে আমারও উচিৎ উদযাপন করা এই মহান(!) দিনটি। যেমনিভাবে করেছিলো সে গতবছর আমার হৃদয়ের রক্তে রঞ্জিত লাল টুকটুকে শাড়ি পড়ে। হ্যাঁ, গতবছরের ন্যায় এবারো এই দিনটিতে আমি আবারো থাকবো সেই ছাদে সারারাত। সাথে
আছে আমার সেই......। এতে আমার কি হলো বা হলোনা তাতে কারো কিছু যায় আসে না। যেমনি
আসেনি গতবছর, সে নতুনের প্রতি এমনই বিভোর ছিল যে আমার কোনকিছুতেই তার বিন্দুমাত্রও
ভ্রুক্ষেপ ছিল না। অনেক চেষ্টা করেছিলাম তাকে ফেরাতে, কিন্তু অনর্গল মিথ্যা
প্রয়োগের মাধ্যমে সে তার নতুন যাত্রা অব্যাহত রেখেছিলো সেই কুখ্যাত বোনদের
মনোতুষ্টির লক্ষ্যে। সে ঐ বছরের সেপ্টেম্বরে যখন ঢাকা যায় তার মন জুড়ে ছিলাম আমি, আর
ফিরে আসে আরেকজনের ছায়া ধারন করে। যা তার প্রতিটি আচরনের মাধ্যমে আমি টের
পেয়েছিলাম। কিন্তু তাকে বুঝতে দেইনি, স্বাভাবিক সব কিছু বজায় রেখেছিলাম। যাই হোক
যা হবার হয়ে গেছে। আজো ভুলতে পারিনি কিছুই, বিশেষ করে শেষের দিনগুলো। তবু পারিনি
আজো তার কাছ থেকে দূরে সরে যেতে, হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো নিয়ে আজো ভালোবেসে
যাচ্ছি তাকেই। তাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment