যদি একটা ছেলে,
একটা মেয়ের জন্য
কাঁদে তবে তার মানে এই নয়
যে ছেলেটা
বোকা.........
যদি একটা ছেলে,
একটি মেয়ের কাছে
প্রতারিত হবার পরও তাকে ভালবাসে তার মানে
এই নয় যে সে একগুঁয়ে......
যদি একটা ছেলে,
একটি মেয়ের জন্য বিষণ্ণ থাকে তার মানে
এই নয় যে সে অভাগা......
যদি একটা ছেলে,
সর্বদা একটি
মেয়েকে নিয়েই স্বপ্ন দেখে তার মানে এই নয়
যে সে তার প্রতি
নেশাগ্রস্ত......
যদি একটা ছেলে,
তার ভালোবাসার মানুষটির জন্য পাগলামি করে
তার মানে এই নয়
যে তার মস্তিস্ক খারাপ হয়েছে......
যদি একটা ছেলে,
একটি মেয়ের জন্য সব হাসি, আনন্দ, সুখ, ঐশ্বর্য
বিসর্জন দেয় বা
ত্যাগ করে তার মানে এই নয়
যে সে একজন
ভিখারি......
কিন্তু অধিকাংশ
ক্ষেত্রেই দেখা যায় ছেলেটির এসব দেখে মেয়েরা নিজেকে অনেক বড়ো এবং দামী কিছু
ভেবে আত্মগরিমা বা অহমিকা বোধে ভুগে। ছেলেটির কাছ থেকে চরম ভালোবাসা পাওয়ার পরও
নতুন অনুভূতি লাভের জন্য মরিয়া হয়ে উঠে। একসময় তার মনের খোলস ছাড়িয়ে আসল নগ্ন
চেহারাকেই মেয়েটি প্রকাশ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আর তাই সেই ছেলের কাছে
অধিক গুরুত্ব বা প্রাধান্য পাওয়ার পরও আরেকজনের কাছে গিয়ে নিতান্তই ক্রীড়নক
হিসাবে থাকতে হয়। চরম অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা সহ্য করে তার কাছে পড়ে থেকে
সারাজীবন কাটিয়ে দেয়া ছাড়া উপায় থাকে না। এবং এটাকেই তারা ভাগ্য বলে মেনে নিতে
বাধ্য হয় নীরবে। সবার জীবনে তো আর সত্যিকার ভালোবাসা সয় না।
No comments:
Post a Comment