irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, January 12, 2013

একাকীত্বকে নিয়ে


একাকীত্বকে নিয়ে খুব ভালো আছি এটা বললে নিজের সাথে মিথ্যে বলা হবে, তবে হয়তো ভালো আছি। মাঝে মাঝে একজনকে এতো বেশী মনে পড়ে যে নিজের আবেগকে প্রশ্রয় দিতে বাধ্য হয়ে পড়ি। হয়তোবা এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে। কিন্তু সত্যি মিথ্যে ভালোবাসা দিয়ে আমি কি করবো? যে ভালোবাসা আমার জীবনের চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যে ভালোবাসা আমার সুখগুলো কেড়ে নিয়ে কষ্ট দিয়ে ভরিয়ে দিয়েছে সে ভালোবাসা তো আমি চাইনি, চাইনা। কিন্তু এই ভালোবাসার জন্য আমি একসময় মরিয়া ছিলাম। আজ সে ভালোবাসা কঠিন বাস্তবতা হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমাকে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি জানি ভালোবাসা কোনদিন কারো কোনকিছুর জন্য দায়ী হতে পারেনা, দায়ী সেসব মানুষরাই যারা ভালোবাসার নামে ক্ষণিক মোহে পড়ে ভণ্ডামি প্রয়োগের মাধ্যমে একজনের জীবন লণ্ডভণ্ড করতে বিন্দুমাত্র লজ্জাবোধ করেনা। একজনকে আবেগের বর্ষণে সিক্ত করে একটা ছুতো ধরে আবার মরুভুমি করে দিয়ে ঝুঁকে পড়ে আরেকজনের কাছে। হয়তো পাগল আমি, হয়তো আমার মানসিক সমস্যা দেখা দিয়েছে প্রকট হারে। হয়তো সত্যিই...। অবহেলা আর অনাদর ঘিরে রয়েছে আমার চারপাশ। ক্রমশই যেন আঘাত করছে আমার নিথর দেহের মস্তিস্কে। নিষ্ঠুরতার হিসেব শেষে আজ যে বড়োই অসহায় আমি। সুখী হবার অধিকাংশ উপলক্ষই হারিয়ে গেছে, বাকিটুকুও হারিয়ে যাচ্ছে আর আমি নীরব দর্শক হয়ে তাকিয়ে দেখছি আমার নিজের এই অনবরত ক্ষয়। হয়তো নিমিষেই নির্বাসিত হবো কোন অন্ধকার অধ্যায়ে। চারদিকে কতো কোলাহল কতো উচ্ছ্বাস তবুও আমি একা। হয়তো অভাবটা তারই, কারন তাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment