কোন একদিন আসবে যেদিন তুমি প্রতিমুহূর্তে আমার শুন্যতা অনুভব করবে, আমার
স্মৃতি খুঁজে বেড়াবে। ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখকে বিশাল সাগর সমান মনে হবে। আনন্দ
সোনার হরিনে পরিনত হবে, সুর হারিয়ে যাবে। অশ্রু চির সঙ্গী হবে। ভালোবাসা নামের পরম
আরাধ্য বিষয় অবহেলার কষ্ট পরম যত্নে আঘাত করবে। ছিন্নভিন্ন করে দিবে সব। কেউ হয়তো
সুস্থ করে তুলতে চাইবে, কিন্তু মনের উপর নিয়ন্ত্রন নিঃশেষ হয়ে যাবে। ফলে আঘাতের
উপর আঘাত এসে নিঃশ্বাস জর্জরিত করে দিবে। সহ্য ক্ষমতা বলে কিছু অনুভুত হবে না।
কষ্টই কেবল আপন হয়ে উঠবে, কেবল কষ্ট আর কষ্ট। বেঁচে থাকা অপ্রিয় হয়ে উঠবে, সবকিছু
অসহনীয় মনে হবে। কাউকে আপন ভেবে বাঁচতে চাইলেও মনের মধ্যে যুদ্ধ শুরু হবে। অতীতের
স্মৃতিগুলো বীরবিক্রমে বিজয়ী হবে। পালাতে চাইবে তুমি, কিন্তু মুক্তি পাবে না।
যেখানেই যাবে পিছু ছাড়বে না তোমার। মরতে চাইলেও মৃত্যু ধরা দেবে না, বাঁচতেও মন
চাইবে না। এক অস্থির হতাশা মাখা জীবন চারিদিক থেকে ঘিরে রাখবে। এইসব এখন আমার সাথে
ঘটছে প্রতিমুহূর্তে, কাটাচ্ছি আমি নির্ঘুম রাত। কিন্তু আমার নির্ঘুম রাত্রি ব্যর্থ
হবে না। দিনের পর দিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বিফলে যাবে না। তুমি দেখো কখনোই
আমার স্মৃতি তোমায় দুঃখ থেকে বঞ্চিত করবে না। কখনোই না। আমার বড্ড ভয় হয়, তিলে
তিলে নিঃশেষ করে দেওয়া এইসব যদি তোমার জীবনে আসে তাহলে তুমি সইতে পারবে না আমার
মতো। আর যদি একান্তই না পারো আমাকে ডেকো, আমি তোমাকে আপনার করে নিবো না হয়তো
কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো। আমি জানি এর যন্ত্রণা কতোটুকু, যেটা হাড়ে
হাড়ে উপলব্ধি করিয়েছো তুমি আমায়। তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো
আমার ভালোবাসা।
No comments:
Post a Comment