irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, April 27, 2013

দুঃখের কাছে বিক্রি


আমার জীবনটা বড়ই স্বাধীন ছিলো, কেউ হস্তক্ষেপ করতো না। কেউ কোন কাজে বাধা দিতো না। না, আমি কোন খারাপ কাজ করতাম না ইচ্ছে করে বা আমার সজ্ঞানে কারো ক্ষতি করিনি আমি। সবাই আমাকে অনেক ভালোবাসতো, কারণ আমি সবার কাছে অনেক ভালো ছিলাম। জীবনে দুঃখ জিনিসটা স্পর্শ করতে হয়নি। সেই স্বাধীনতায় বাঁধা হয়ে দাঁড়ালে তুমি না, আমার খারাপ হয়নি অনেক ভালো লাগত তোমার শাসন। অনেক উপভোগ করতাম তোমার সবকিছুই। তোমার আদেশ আমার কাছে অনেক ভালো লাগতো, তাইতো কখনো সময়মতো না খেলে তোমার বকুনি খেতে হতো। সামান্য অনিয়মে বড্ড অভিমান করে বসে থাকতে তুমি। এতোটুকু দুরত্তে খুব অস্থির হয়ে যেতে তুমি, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতো তোমার। না, কেউ বলেনা বা অভিমান করেনা আর এখন। আমি আমার সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা খুঁজি সবখানে হাতড়ে বেড়াই আমাদের স্মৃতিগুলো যেখানে শুধু সুখ ছিলো। আমার ভাগ্যটা আমার সুখ দেখে হিংসে করতো তাইতো দুঃখের কাছে বিক্রি করে দিলো আমার সুখ পাখি। আমি আজ অন্যরকম স্বাধীন যেখানে প্রতিটা টানেই সুখ। দুঃখ আর কষ্ট ভোলার সুখ। আমি আজ সেই পথের পথিক যার শেষ প্রান্ত ধুঁকে ধুঁকে মরার সাথে মিশে গেছে। এতকিছুর পরও তোমায় ছেড়ে কেমন করে থাকি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

Wednesday, April 24, 2013

আমি সবকিছুকে বলবো


পৃথিবী যদি আঁধারে ডুবে যায়
আমি চাঁদকে আলো দিতে বলবো,
যেন তুমি পথ দেখতে পাও।
যদি নদী শুকিয়ে যায় আমি সাগরকে বলবো
জলোচ্ছ্বাস দিয়ে নদীকে ভরিয়ে তুলতে,
যাতে তুমি আনন্দ পাও।
আমি গাছকে বলবো সব পাতা ঝরিয়ে দিতে,
যাতে তোমার কষ্টগুলো ঝরে যায়।
আমি পাহাড়কে বলবো ঝরনা করে দিতে
যাতে তুমি দুহাতে জল নিয়ে
তাতে আমার প্রতিচ্ছবি দেখতে পাও......।
আমি রাত্রিকে বলবো জ্যোৎস্না দিয়ে
তোমার আঙ্গিনা ভরিয়ে দিতে,
যাতে তুমি তোমার নতুন সাথির সাথে
সেই জ্যোৎস্নায় অবগাহন করতে পারো।
আমি বৃষ্টিকে বলবো অঝোর ধারায় ঝরতে
যাতে মলিন হয়ে যাওয়া আমাদের সেই স্মৃতিগুলো
তোমার জীবন থেকে মুছে যায় চিরতরে।
আমি সময়কে বলবো প্রতিটা মুহূর্ত যেন
অসীম আনন্দ আর হাসিতে পূর্ণ করে দেয়।
আর তোমার পাশে ছায়া হয়ে সব অবলোকন
করে যাবো সারাজীবন পিয়াসী হৃদয় নিয়ে।
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভালো থেকো আমার ভালোবাসা।

Monday, April 22, 2013

বিশ্বাস হারাইনি


কচ্ছপ যখন উল্টে যায় তখন
বাহির থেকে কোন প্রকার সাহায্য না করলে
কখনোই সে শুধু নিজের চেষ্টায় আবার হাঁটতে পারে না।
মানুষও মাঝে মাঝে এমন করে উল্টে যায়
তখন সে নিজে যতই চেষ্টা করে না কেন
কিছুতে সে নতুন করে হাঁটতে পারে না
সেই চেনা রাস্তায় পরিচিত ভঙ্গিতে।
তখন তারও প্রয়োজন পড়ে তেমনি একটি বাহ্যিক সহায়তা
যে তাকে পুনরায় হাঁটতে শেখাবে,
দূর করবে তার সকল হতাশা......
আমারও সেই উল্টে যাওয়া কচ্ছপের মতো দশা হয়েছে।
কচ্ছপকে সাহায্য করার জন্য প্রকৃতি
কোন না কোন ব্যবস্থা করে দেয়,
কিন্তু আমার ব্যবস্থা বা গতি দেওয়ার জন্য কাউকে খুঁজে পাইনা।
একদিন আমারও একটা না একটা কিছু হবে,
লোকে পাগল বলুক তবু বিশ্বাস হারাইনি।
তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভালো থেকো আমার ভালোবাসা। 

Saturday, April 6, 2013

অপারগতা আমার


কেন যে ভুলে যাই আমার আমিকে
কেন যেমন থেকে মেনে নিতে পারি না
তুমি আজ আর আমার নও।
কেন আমি ভাবতে পারি না যে
আমাকে ভেবে কোনদিনও তোমার চোখ জলে ভিজে না
কেন আমি তোমার মতো করে সব ভাবতে পারি না।
এ কেমন অপারগতা আমার??
আজ আমি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে
কিন্তু ভাবতে পারছি না তুমি বিষণ্ণ মনে
উদাস হয়ে বসে আছো আমায় ভেবে
বা উম্মুখ হয়ে প্রতিক্ষা করছো আমার ফেরার।
ভাবতে পারছি না তুমি আনন্দে লাফিয়ে উঠবে
আমাকে কাছে পাওয়ার প্রহর এলো বলে।
আসলে এখন তোমাকে জড়িয়ে কোনকিছু
ভেবে আমার মন আর আন্দোলিত বা পুলকিত
হয় না, কারন মুহূর্তেই মন ভালো হয়ে যাওয়ার
কোন উপসর্গ আর বিদ্যমান নেই।
ফিরে আমি আসবো ঠিকই,
কিন্তু আমার সেই ফিরে আসার মধ্যে
কোন বিশেষত্ব থাকবে না।
যেন ফিরতে হবে বলেই ফেরা।
আসলে এসবই আমার ভাবনা,
সত্যিই যদি একটি বার ভাবতে পারতাম তোমার মতো করে
তবে মুক্তি নিতে পারতাম এ জীবন থেকে......
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভাল থেকো আমার ভালোবাসা।