irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, April 27, 2013

দুঃখের কাছে বিক্রি


আমার জীবনটা বড়ই স্বাধীন ছিলো, কেউ হস্তক্ষেপ করতো না। কেউ কোন কাজে বাধা দিতো না। না, আমি কোন খারাপ কাজ করতাম না ইচ্ছে করে বা আমার সজ্ঞানে কারো ক্ষতি করিনি আমি। সবাই আমাকে অনেক ভালোবাসতো, কারণ আমি সবার কাছে অনেক ভালো ছিলাম। জীবনে দুঃখ জিনিসটা স্পর্শ করতে হয়নি। সেই স্বাধীনতায় বাঁধা হয়ে দাঁড়ালে তুমি না, আমার খারাপ হয়নি অনেক ভালো লাগত তোমার শাসন। অনেক উপভোগ করতাম তোমার সবকিছুই। তোমার আদেশ আমার কাছে অনেক ভালো লাগতো, তাইতো কখনো সময়মতো না খেলে তোমার বকুনি খেতে হতো। সামান্য অনিয়মে বড্ড অভিমান করে বসে থাকতে তুমি। এতোটুকু দুরত্তে খুব অস্থির হয়ে যেতে তুমি, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতো তোমার। না, কেউ বলেনা বা অভিমান করেনা আর এখন। আমি আমার সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা খুঁজি সবখানে হাতড়ে বেড়াই আমাদের স্মৃতিগুলো যেখানে শুধু সুখ ছিলো। আমার ভাগ্যটা আমার সুখ দেখে হিংসে করতো তাইতো দুঃখের কাছে বিক্রি করে দিলো আমার সুখ পাখি। আমি আজ অন্যরকম স্বাধীন যেখানে প্রতিটা টানেই সুখ। দুঃখ আর কষ্ট ভোলার সুখ। আমি আজ সেই পথের পথিক যার শেষ প্রান্ত ধুঁকে ধুঁকে মরার সাথে মিশে গেছে। এতকিছুর পরও তোমায় ছেড়ে কেমন করে থাকি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

No comments:

Post a Comment