ওপর দিয়ে দেখলে মনে হয় জ্বলজ্বল করছে কতো
আলো
মনের ভেতরে উকি দিয়ে দেখনারে মন কতো কালো।
মনে মাঝে ঘুরে বেড়াচ্ছে কতো স্বপ্ন কতো সাধ
খুব সংগোপনে মনের ভেতর লোলুপ তাকিয়ে আছে
কতইনা পাপ।
দিনের আলোয় ডানা মেলা গাংচিলের ছানা,
রাতের অন্ধকারে ডানা ঝাপটায় শকুনের ডানা।
দিনের বেলায় দানবীরের মনুষ্যত্ব জেগে রয়
রাতের আঁধারে রিপুগুলো থাবা মেলে, বিবেক
ঘুমিয়ে রয়।
দ্বৈত সত্ত্বার মাঝে বসবাস মানুষেরই
আমি, তুমি বা সে প্রায় সবাই।
কারো প্রকাশ প্রকট,
কেউ ঘুম পাড়িয়ে রাখে সত্ত্বার ভেতরের দানব।
খুব মাঝে মাঝে বের হয়ে
আসে নখ দন্ত বের হয়াও পশু মানব।
তার সাথেই করে বসে নির্লজ্জ বেইমানী
যার অস্থি মজ্জা সব শেষ করে দিয়েছে অভিনয়ে।
তবু কেউ কেউ চিরদিন ভালোবেসে যায়
সে বেইমানকেই, বুকে স্মৃতি লালন করে।
ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment