তুই আজ অনেক ব্যস্ত, সামান্য কথা বলারও
ফুরসত নেই। তবুও আমি বারবার খুঁজে ফিরি তোর সেই কণ্ঠকে...। হৃদয়ের চিলেকোঠায় সবকটি
স্মৃতি বারবার বুকে কাঁপন ধরিয়ে দেয়। মনে পড়ে বৃষ্টিতে ভেজার জন্য তোর সে কি
আকুতি! এরপর আমার বাঁধা উপেক্ষা করে বৃষ্টিতে ভেজা সেই বিচে। জানিস, বৃষ্টিতে ভেজা
তোর সেই মায়াবী মুখতা আমার চোখে বারবার ভাসে রে... ভুলতেই পারিনা। মোবাইলে রিং
বাজলেই মনে হয় ফোনটা তুই দিয়েছিস। হার্টবিটের উম্মাতাল নৃত্যশেসে দেখি... নাহ কলটা
তোর না। কখনও হয়তো আর তোকে বলা হবে না, তোকে অনেক ভালবাসিরে.......
irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.
Tuesday, May 29, 2012
Monday, May 28, 2012
তুমি জানবেনা
হয়তো তুমি জানবেনা কভু, তোমাকে এখনও ভালবাসি।
তোমাকেই নিয়ে এই ছোট্ট মনে ছিল স্বপ্ন রাশি রাশি। জানবেনা আদো তুমি তোমার কষ্টে
কতোটা আমি কাঁদি। তোমাকে না দেখে এ মনটাকে কতটা কষ্টে বাঁধি। জানবেনা কভু তোমার
সুখেতে কতটা ছিলাম আমি সুখী। আমার চোখেতে তোমার ঐ হাসি জানো কি কতটা দামি? হয়তো
পাবোনা কভু তোমায় এটা বেশ ভালো জানি। তবু তোমায় ভালোবেসে যাবো মনে রাখবো চিরদিনই।
Sunday, May 27, 2012
সেই প্রশ্নের উত্তর
অনেকবার তুমি জানতে চেয়েছিলে তোমাকে কেন আমি
এতো ভালবাসতাম বা কেন তোমাকে আমি এতো কাছে টেনেছিলাম। কেন আমার হৃদয়ে তুমি স্থান
করে নিয়েছিলে। তোমার সেই প্রশ্নের উত্তর তখন না দিলেও আজ দেওয়ার চেষ্টা করছি। আশা
করি তোমার কৌতূহল মিটবে।
· * পুরুষরা সেই সব মেয়েদের
পছন্দ করে যাদের মধ্যে পারসোনালিটি আছে, আর তোমার মধ্যে আমি সেই পারসোনালিটি
দেখেছিলাম।
· *তোমার সেন্স অফ হিউমার
আমাকে তোমার আরও কাছে নিয়ে এসেছিলো।
· *সততা যেকোনো সম্পর্কের
ভিত মজবুত করে, আর তোমার মধ্যে সেই সততা আছে বলেই আমার মনে হয়েছিলো।
· *সব পুরুষ তার সঙ্গী
মেয়েটিকে সবকিছুতেই স্বতন্ত্র দেখতে পছন্দ করে, তুমিও তোমার নিজস্বতা দিয়ে সবার
থেকে স্বতন্ত্র হয়ে উঠেছিলে।
· *তোমার চালাকি নয়, তোমার
বুদ্ধিদীপ্ত আচরনই আমাকে আকর্ষিত করেছিল।
· *তোমার শারীরিক সুন্দর
দিয়ে নয়, আমাকে আকর্ষণ করেছিল তোমার মন সুন্দর দেখে।
· *মনে হয়েছিলো তুমিই সেই
মেয়ে যাকে নিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে ভরপুর ভাবে উপভোগ করা যায়।
· *আমি চেয়েছিলাম যে তুমি
আমার দুঃসময়ে পাশে থাকবে আমার কাছে মানুষ হিসাবে।
· *তোমার সুন্দর হাসিই নয়
শুধু তোমার চোখের চাউনি ছিল আকর্ষণীয় যার দ্বারা আমি তোমার মনের কথা তোমার চোখের
ভাষাতে পড়তে পারতাম।
· *মনে হয়েছিলো তোমাকে
নিজের চাইতেও বেশী বিশ্বাস করা যায় আর সেই বিশাসের মূল্য তুমি দেবে।
· *পুরুষেরা
পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব পছন্দ করে, আর তোমাকে আমি সবসময় মন এবং শারীরিক উভয় দিক
থেকে তাই দেখতাম।
এতোকিছুর সমাহার
আমি অন্য মেয়ের মধ্যে দেখিনি। এবার নিশ্চয় তোমার উত্তর পেয়েছ।
Friday, May 25, 2012
তখন তুমি
তখন তুমি আমায় ফিরিয়ে দিও না, আবার যখন আকাশ
হয়ে বৃষ্টির জলে আটকে পড়ে তোমায় দেখবো। তখন তুমি অভিমান করোনা, আবার যখন অন্তরালে
একলা হয়ে অন্ধকারে তোমায় ভাববো। তখন তুমি প্রশ্ন করোনা, আবার যখন জ্যোৎস্না রাতে
শিশির ভেজা ঘাসের মাঝে একা বসে থাকবো। তখন তুমি পিছু ডাক দিওনা, আবার যখন পথ হারা
পথে অবচেতনার অন্তমিলে ছুটতে থাকি আমি। যখন নিঝুম রাতের তারা এক ফালি চাঁদ জ্যোৎস্না
ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না... যখন মোহের অন্তরালে রঙিন কোন সপ্নজালে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারেনা... তখনও তোমায় ভালোবাসি, তখনও তোমায় ভালোবাসি।
Thursday, May 24, 2012
আজও মনে পড়ে
আজও মনে পড়ে হারানো সেই দিন, ভাবি তোকে নিয়ে
প্রতিদিন। আজও একই আছি এই আমি, বুঝিনা তুই কেন এতো বদলে গেলি। আজও মনে পড়ে আমাদের
পথ চলা, চোখে ভাসে তোর সাথে সেই প্রথম কথা বলা। আজও ভাবিয়ে তোলে তোর বলা সেই শেষ
কথা, এখনও কষ্ট পাই কেন অযথা। আজও মানতে পারিনা তোকে হারানো, পাবি দুটি হাত আমার
এখনও বাড়ানো। আজও খুঁজে বেড়াই তোকে সারাক্ষন, তোকে কেন এতো miss করি ভীষণ।
তুমি কি আছো
তুমি কি আছো, আমার কান্না শুনতে চাও? শুনতে
কি চাও, কতোটা নিরব এখন আমি? দেখতে কি চাও, কতোটা ভাবি তোমায় নিয়ে? জানতে কি চাও,
এখনও একা কিভাবে আছি? কতটা অসহায়, কতোটা রিক্ত, কতোটা নিঃস্ব আমি সব
হারিয়ে............
Wednesday, May 23, 2012
ধুসর কষ্ট
ধুসর কষ্টের মাঝে আমার বসবাস, তাই যেখানেই
দেখি একটু হাসি সেখানেই ভেড়াতে চাই মনের তরী। হয়তো কষ্টের ভার আমার খুব বেশী, তাই
হাসির দেশে তরী ভেড়াবার আগেই হয়ে যায় আমার সর্বনাশ। আমি আবারো দূর হতে দেখি, সেই
হাসি আর মনের মাঝে স্বপ্নজাল বুনে ভাঙ্গা তরী ঠিক করে ফের ছুটে যাই সেই হাসির
পানে। এবার আমি শত ঝড়ঝঞ্জা পেরিয়ে ভেড়ালাম তরী ঘাটে। কিন্তু ‘হাসি’ বলে “তোমার ভাঙ্গা
তরীতে পথ পারি দিতে আমি নাহি চাই...”। আমি এবার মিষ্টি হেসে ‘হাসি’কে বলি, “তোমার
কোন ভয় নাই আর কখনো দেখতে পাইবে না আমার ভাঙ্গা তরী আর এই ঘাটে...”।
আজই শেষ
আজই শেষ, আমি সত্যি আর কাঁদবো না তোমার
জন্য... সত্যি...। আজ রাতেই শেষ, আমি ঘুমানোর আগেও আর কাঁদবো না কোনদিন তোমার জন্য
রাতের আকাশ দেখে। আজকেই শেষ, আমি আর কখনো কাঁদবো না আমার আর তোমার সেই মুহূর্তগুলো
মনে করে। এভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমি একবার করে সব শেষ করি। একে কি সত্যিই শেষ
বলা যায়...?? জানিনা... শুধু জানি সব শেষ করে ফেললেও তুমি বারবার শুরু থেকে
শুরু...
Monday, May 21, 2012
আজ ভুলতে গিয়ে
আজ ভুলতে গিয়ে বারেবারে মনে পড়ে যায় পুরনো
সেই দিনগুলি...... তোমার জন্য অপেক্ষা, ফোনে একটুখানি কথা, বাইরে একটুখানি দেখা।
আজ ভুলতে গিয়ে মনে পড়লো রিকশায় একসাথে ঘুরেফেরা, আর তোমার হাতদুটো আলতো করে ছোঁয়া।
আজ ভুলতে গিয়ে মনে পড়ে, তোমার ভুবন মাতানো মিষ্টি সেই হাসির দিকে আমার অপলক চেয়ে
থাকা। আজ ভুলতে গিয়ে মনে পড়ে, জীবনের সবটুকু সুখ এর সাথে মনটা রয়ে গেছে তোমার কাছে।
আজ ভুলতে গিয়ে অবাক হলাম, চোখের কোনে একবিন্দু পানি তাহলে কি সত্যিই কাঁদছি
আমি...??
তুমি ছিলে অন্য কোথাও
সেদিন অনেকক্ষণ আমি
মিশে ছিলাম তোমার বুকের পাঁজরে...... স্পষ্ট শুনতে পেয়েছিলাম তোমার প্রতিটি হৃদয়
স্পন্দন... তুমি অনুভব করতে পারোনি। আমি দেখেছিলাম তোমার চোখ, সেই চোখে ব্যকুলতা
দেখেছিলাম...... কিন্তু তা আমার জন্য ছিলোনা। সেদিন আমি মিশে ছিলাম তোমার প্রতিটি
শিরায় উপশিরায়, স্পষ্ট শুনেছি রক্ত চলাচলের শব্দ। কিন্তু তুমি শুনতে পাওনি আমার
বুকের একান্ত চাপা কান্না...... যার স্রষ্টা তুমি। আমি সারাক্ষন খুঁজেছিলাম তোমায়,
যে তোমাতে আমি হারিয়ে ছিলাম আমার আমিকে। আমি খুঁজে পাইনি কারণ তুমি ছিলে অন্য
কোথাও......
Sunday, May 20, 2012
হয়তো তুমি ছিলেনা
হয়তো হাতের রেখাতেই তুমি ছিলেনা, হয়তো এই
কথাটি আমি বুঝতে পারিনি। হয়তো তোমার ভালোবাসায় কোন খাদ ছিল না, হয়তো আমিই তোমাকে
বুঝতে পারিনি। হয়তো তোমার চোখে যে অফুরন্ত ভালোবাসা ছিল, হয়তো তাতে আমার নাম লেখা
ছিল না। হয়তো যে আবেগে আপ্লুত হয়ে আমি সুখের সাগরে ভেসেছিলাম, হয়তো সে আবেগ আর সেই
সাগর আমার জন্য ছিল না। হয়তো আমাকে ভালোবেসে প্রিয় বলে ডাকা মিথ্যা ছিল, হয়তোবা
আমিই তোমার কাছে মিথ্যে ছিলেম। হয়তোবা তুমি জান না কিন্তু আমি জানি আমার প্রতিটি
অশ্রু সত্যি ছিল।
কথা দাও
কথা দাও তুমি আসবে, কোন একদিন আবার ফিরে।
সহস্র ভালোবাসা আর প্রেমের জোয়ারে আমার জীবনকে কানায় কানায় ভরিয়ে দিতে। তোমার
প্রতিক্ষায় থাকবো চেয়ে অসীম নীল আকাশের দিকে, সন্ধ্যা ঘনিয়ে এলে প্রদীপের আলো নিয়ে
বাতায়নে থাকবো দাঁড়িয়ে। আমি অপেক্ষা করবো বৃষ্টির পড়ে তোমার চলে যাওয়া সেই পথে
তুমি আসবে। দেখো কথা দাও তুমি আসবে।
জটিলতা
ভালোবাসায় জটিলতা নেই, জটিলতা তো মানুষের
ভেতর। ভালোবাসা ছেড়ে যায় না, মানুষগুলো ছেড়ে চলে যায়। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি,
নয় তো গিয়েছি হেরে। থাকনা এই অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে......
Tuesday, May 15, 2012
সাজো নতুন সাজে
শত দুঃখ কষ্টের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি।
আমাকে আমি আর চিনতে পারিনা, আশাগুলো ধুসর হয়ে গেছে। মনে হয় ঠিকানা হীন পথিক
নিজেকে, হয়তো এখন তুমি প্রতিদিনই নতুন নতুন স্বপ্ন দেখো, সাজো নতুন সাজে। ভুলেও
মনে করোনা আমায়, নিয়তির লেখা আজ নিয়েছি মেনে।
Monday, May 14, 2012
যেন হারিয়ে যাচ্ছি
দেখার জন্য খুঁজছি না,
শোনার জন্য বলছি না, ভালোবাসার জন্য ডাকছি না...... আজ আর কিছুই আমি চাইছি না,
তবুও এক অদ্ভুত না পাওয়ার শুন্যতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছি না...... এই
শুন্যতা কেবল আঁকড়ে ধরছে আমায়, যেন আমি হারিয়ে যাচ্ছি, দূর কোন অজানা
সীমানায়...... মনে পরে নিদ্রাহীন কত রাতে জেগে আছি শুধু ভোরের আশায়, এই হৃদয় তোমার
নিষ্ঠুর কুঠারের আঘাতে কত রক্ত ঝরেছে বৃথায়, রেখে গেছো বুকের মাঝে চাপা ব্যাথা,
মনে পড়ে তোমায়......
যখন ভাবি
নিজেকে যখন মানুষ
ভাবি তখন মনে হয় কেউ একজন না থাকায় সব কিছুকেই এখন বিরক্ত লাগে, নিজেকে যখন
রাস্তার কুকুর ভাবি তখন নিজেকে রাজা লাগে, কুকুরের তো নিশ্চয়ই কোন একজনের জন্য
ভিতরটা পুড়ে যায় না। জীবনে তুমি আসবে না, কিন্তু তবুও মিথ্যা আশায় দিন কাটে।
হয়তো তোমার হাতের স্পর্শে আমার অন্ধকার জীবনটায় আলো আসবে, হয়তো আমাকে মিথ্যা
হাসি নিয়ে কাউকে বলতে হবে না...
ভালো আছি। আসবে
তুমি? ঘুমের মধ্যে মিথ্যে করে হলেও আসো। মিথ্যে প্রমাণ করে দাও যারা বলে “প্রতিটা
মেয়েই নিষ্ঠুর ও স্বার্থপর হবার অসীম ক্ষমতা নিয়ে জম্মায়, এবং প্রতি ইঞ্চি সুন্দর
মসৃণ চামড়ার নিচে লুকিয়ে থাকে কুৎসিত লাল রক্ত”।
একটি চিঠি এবং অতঃপর...
প্রতিদিন সকালে তোমার ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে
আমার। ঘুম ভেঙ্গে চোখের পাতা খুলে দেখতে পাই তুমি পাশে বসে আছো। আমার মাথায় হাত
বুলিয়ে দিচ্ছ। আমি মুগ্ধ হই তোমাকে দেখে। দিন দিন তোমার প্রতি আমার ভালোবাসা যেন
বেড়েই চলছে। ভেজা চুলে অপরুপ সুন্দর লাগছে তোমাকে। এমনিতেই তুমি সুন্দরী, আমার
চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমি বালিশ থেকে মাথা সরিয়ে তোমার কোলে
রাখি। মিথ্যা ঘুমের অভিনয় করে তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। তুমি বলে উঠো
নাস্তা করতে হবে তো। আমি বলি আরেকটু ঘুমাই না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি
সারাজীবন যেন এভাবেই তোমাকেই কাছে পাই। তুমি সব সময় এমনই থাকবে তোমার কাছে এই
কামনাই করি। প্রতিটা দিনের শুরুতে আমি প্রথম তোমাকে দেখতে চাই, পাশে চাই। জানি
তুমি, তুমিও এরকম চাও।
তোমাকে কতোটা ভালোবাসি জানতে চাইলে তার সঠিক
উত্তর আমি দিতে পারিনা। তোমার প্রতি আমার ভালোবাসার প্রকাশ ভাষায় প্রকাশ করা সম্ভব
না। আমি যখন ঘরের বাইরে থাকি তখন সারাক্ষন তোমার কথা চিন্তা করি। তুমি বাসায় একা
একা কি করছো, তোমার মন খারাপ কিনা, ভয় লাগছে কিনা, বারান্দায় হাঁটাহাঁটি করছ কিনা,
আমার পথ চেয়ে বসে আছো কিনা এই সব চিন্তা ভাবনা। বাসায় ফিরলে দরজা খুলেই যখন আমাকে
বুকে জড়িয়ে ধরো তখন খুব শান্তি পাই। শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। কি মধুর
আমাদের সম্পর্ক তাইনা???
আমার যত অভিমান তোমাকে ঘিরে। মাঝে মাঝে
তোমার সাথে মিথ্যা রাগ করি অভিমান করে থাকি, জানি তোমার তখন অভিমান হয় রাগ হয়
কিন্তু ভয়ে আমাকে কিছু বলতে পারোনা। তুমি তখন চিন্তায় পরে যাও আসলেই কি তুমি আমায়
বুখতে পারোনা। তুমি আমাকে তুমি ঠিকই বুঝতে পারো। সত্যি কথা বলতে কি তোমার সাথে
ঝগড়া করতে আমার ভালো লাগে। ইচ্ছে করেই তোমার সাথে দুষ্টুমি করি। ঝগড়ার পর যখন সব
ঠিক হয়ে যায় তখন সব কিছু নতুন নতুন লাগে। তোমার কিছু কিছু দিক খুব ভালো লাগে এই
যেমন, তোমার সাথে ঝগড়া হলে তুমি কতো কিছুই না করো আমার রাগ ভাঙ্গানোর জন্য, জানো
তোমার কোন দোষ নেই তার পরেও। তখন আমি বুঝতে পারি তুমি আমাকে অনেক ভালোবাসো। তাই
ইচ্ছে করেও তোমার উপর বেশীক্ষণ অভিমান করে থাকতে পারি না। তোমার একটা শর্ত এই যে,
যত বড় ঝগ্রাই হোক তুমি ঘর থেকে বাইরে যেতে পারবে না, যদি যাও তাহলে আমিও পিছু পিছু
যাবো। মাঝে মাঝে খুব হাসি পায় আমার পাগলী আমার।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের এ
বাঁধন কোনদিনও যেন ছিঁড়ে না যায়।
কিন্তু আজ এসে
আমি কামনা করি ‘তোমাদের’ সব বাঁধন
যেন অটুট থাকে।
Sunday, May 13, 2012
মনে হয়
হয়তো আমি তোমাকে ভালোবাসিনি, ভালোবাসিনি তোমার
ঐ চোখগুলিকে, হয়তো আমি ভালোবাসিনি তোমার ছলা-কলাকে। মনে হয় আমিতো শুধু ভালোবেসেছি
আমাদের ঐ ভালোবাসাটাকে, যে ভালোবাসা আমি হৃদয়ে পুষেছিলাম সযত্নে। তোমারই আগমনে যে
ভালোবাসা হয়েছিলো পরিপূর্ণ। হয়তো আমি আমাদের ঐ ভালোবাসাটাকেই ভালবেসেছিলাম, যে
ভালোবাসা আমাকে শিখিয়েছিল তোমাকে ভালবাসতে। এখন তুমি নেই, আমি কি কাঁদবো??? মাঝে
মাঝে মনে হয় না, আমি কাঁদবো না। কারণ হয়তো আমি তোমাকে ভালোবাসিনি...... ভালোবাসি
আমাদের মাঝের ঐ ভালোবাসাটাকে......... যা চিরকালই রয়ে যাবে ছোট্ট হয়ে যাওয়া আমার
হৃদয়ের এই ছোট্ট কুঠুরিতে......
Wednesday, May 9, 2012
কান পেতে থাকি
বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি।
আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে মেসেজ। তোমায় ছাড়া জীবন আমার, জীবন সেতো নয়।
তোমায় নিয়ে অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরই দুয়ার।
হৃদয়ের পাতায় পাতায় তোমারি নাম লিখা। তুমি ছাড়া পৃথিবীটা ভীষণ একলা, একা। একবার
বলি, বারাবার বলি, বলি যে লক্ষবার তুমি আমার প্রিয়তমা, তুমি যে আমার.........
Tuesday, May 8, 2012
যখন শুন্য মনে হবে
যখন তোকে ভালোবাসার মতো আর কেউ থাকবে না,
চাঁদ হয়ে যখন আর কারো হৃদয়ে আলো ছড়াতে পারবি না, যখন কেউ আর ফোনে তোর সাথে কথা
বলতে চাইবে না, যখন তোর ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ রিসিভ করবেনা ফেসবুকে, হয়তো নিজেকে
তখন খুব শুন্য, একা মনে হবে তোর। অশ্রুকণা হবে তোর শেষ ঠাই। তখন মনে রাখিস, তোর
প্রতিটা অশ্রুকণা সাক্ষ্য দিবে, এ পৃথিবীতে এমন কেউ একজন ছিল, তোর ভালোবাসার জন্য
আর সবকিছুকেই সে অগ্রাহ্য করতে পারতো। কেউ একজন ছিল যে সবকিছুর উপরে তোকে
ভালোবাসতো, শুধুই তোকে।
Monday, May 7, 2012
তবুও বুক বাঁধি
তবুও কি আশায় যেন বুক বাঁধি, পায়ে পিষ্ট
ছাইয়ের মাঝে আজো কিছু উষ্ণতা খুঁজি। বালু চরের মাঝে বসে তোমার সেই চলে যাওয়ার
স্মৃতিটা মনে করি, যেন তাকিয়ে থাকি। তুমি আসবে বলে আজো আমি সূর্যটাকে ধরে রাখি মনে
গোধূলিতে। তুমি আসবে বলে ভোরের শিশিরটাকে ধরে রাখি দুচোখের কোনে। ... কতোটা পথ
পেরিয়ে আজ আমি একা শুধু তুমি আসবে বলে। যেন আমার পৃথিবীতে আজো ভোর হয়, সকাল
আসে......
শুধু তুমি আসবে বলে।
Sunday, May 6, 2012
চক্ষু সমুদ্র
তোমার চক্ষু সমুদ্রে যে গোপনতার রাষ্ট্র গড়েছ, তার সংবিধান কি আমায় দেখাবে? আমি
না হয় অবুঝ জনতার কাতারে দাঁড়াবো, আমায় ভাসাবে? কতো না কাতর রাত করেছি পার, পাথর
হওয়ার সব আয়োজন করাই ছিল। কেবল কি যেন খেয়ালে রাষ্ট্র গেড়েছিলাম তোমার সমুদ্রে।
সেই থেকে আমি ভাসতে চাই। যত রহস্য থাক লুকিয়ে, যত গোপনতার আস্তানা, যে সংবিধান
করেছো রচনা? রেখোনা কেবল চক্ষু সমুদ্রে, চোখ যেন কেবল মনের ছবি হয়......... সে
ফ্রেমে আমি বন্দী হবো।
Friday, May 4, 2012
আমার আকাশ
আমার আকাশে একটাই তারা, বিশালতার মাঝে আমার
ছোট্ট তারাটির সন্ধান এখনো আমি পাইনি। কোথাও বুঝি মুখ লুকিয়ে আছে। হয়তো আমি তাকে
পাবোনা, হয়তো কোন এক অচেনা ভাগ্যবান নিজের করে নিবে তাকে। আমাকে বঞ্চিত করবে তার
ভালোবাসা থেকে, শুন্য করে যাবে আমার আকাশকে। আর সেই শুন্য আকাশের বিশালতায় হারিয়ে
যাবো আমি......
শুধু ‘তুমি’ কে
'তুমি' ভালো আছতো? শোন, তোমাকে আমি বলেছিলাম
না এই সাইট খোলার উদ্দেশ্য। যখন তুমি আমকে ছেড়ে চলে যাবে তখন আমার দুঃখ, কষ্ট,
যন্ত্রণা, আর বেদনাগুলো এখানে আমি ধারাবাহিক লিখে যাবো এমনটি কথা ছিল। এও বলেছিলাম
আমার এই সাইট অন্য কেউ ভিজিট করুক তা আমার লক্ষ্য ছিলোনা। আর তাই আমি
ব্যক্তিগতভাবে কাউকে এই সাইটের ঠিকানা দিইনি। তবু কেমন করে যেন এটা ধীরে ধীরে
পাবলিক সাইট হিসাবে প্রকাশ পেয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রতিদিন অনেক মানুষ ভিজিট
করছে এই সাইট দেশ বিদেশ থেকে। তাই আমার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অনেক কিছুই
পোস্ট করা সম্ভব হচ্ছেনা। কারণ আমি চাইনা আমাদের কথা অন্য কেউ জানুক। তোমার প্রতি
অনুরোধ রইলো, যদি ইচ্ছে করে তুমি তোমার জি-মেইল চেক করো। সেখানেই
তোমাকে আমি লিখতে পারবো সম্পূর্ণ আমার মতো করে। ভালো থেকো জান সবসময়।
Thursday, May 3, 2012
স্বপ্ন ভাঙ্গা
ঘুম ভাঙ্গার আগে যদি স্বপ্নটাই ভেঙ্গে যায়
তাহলে কি করা যায়? স্বপ্নের জগতে ঘর বাঁধলেন আর এক নিমিষেই চোখের পলকে তাসের ঘরের
মতো ভেঙ্গে পরল সেই ঘর। তবুও কি কান্না আসবে না? হাসিমুখে ভেঙ্গে পরা স্বপ্নকে কি
মুছে ফেলা যায় মন থেকে? অন্য কেউ পারলেও আমি পারবো না। হয়তো এতাই আমার ব্যর্থতা।
ব্যর্থ আমি, আমার জীবনের কাছে। বন্দী আমি, আমার অসহায়ত্তের কাছে। পরাজিত আমি, আমার
নিজের কাছে। লজ্জিত আমি, নিজের স্বপ্নপাখির কাছে। যার ডানায় ভর করে নিজেকে নিয়ে
যেতে পারলাম না বহুদূরে। সুখপাখিটা তাই অধরাই রয়ে গেলো। সুখপাখি তার ডানা মেলে
মুক্ত আকাশে উড়বে মনের আনন্দে, আমি দূর থেকেই তাকে দেখবো। দুঃখের মাঝে যার বসবাস,
বৃথা স্বপ্ন দেখা তার মানায় না, তার কান্নার জলও মূল্যহীন।
দুরেই থাকুক সুখপাখি, দূর আকাশে।
Wednesday, May 2, 2012
তোমার জন্য
যারা আমাকে ভালবাসতে চেয়েছিল তাদের কে দূরে
সরিয়েছি, তোমাকে কাছে পাবার জন্য। যখন আমার চলে যাওয়া উচিৎ ছিল, রয়ে গিয়েছিলাম
তোমারি জন্য। আমি চিৎকার করেছি যখন আমার চুপ থাকা উচিৎ ছিল, আমি খুব বড় বড় জিনিষকে
তুচ্ছ করেছি ছোট ছোট জিনিষকে পাবার জন্য। কারণ এই ছোট জিনিসগুলোই ছিল আমার পরম
পাওয়া। একাকী থেকেছি যখন থাকতে পারতাম ভিড়ের মাঝে, কিন্তু একাকী থাকার অভিযোগ
করিনি তোমার কাছে কখনও। আমিতো তোমাকে ভুলতে চাইনা কিন্তু তবু কেন তোমার স্মৃতিগুলো
আমায় কাঁদায়? সর্বদা তোমাকে হারাবার ভয় কাজ করতো, কিন্তু কি অবাক করার ব্যাপার।
তুমি হয়তো কোনোদিন আমার ছিলেই না।
Tuesday, May 1, 2012
খুব অসহায়
নিজেকে খুব অসহায় লাগছে। এটাকে জীবন বলেনা।
এই পৃথিবী আমার সাথে প্রতিনিয়ত স্বার্থপরের মতো আচরন করে যাচ্ছে। স্বার্থপর
পৃথিবীতে আমি আর কোন স্বপ্ন দেখতে চাইনা। স্বপ্ন দেখার চাইতে দুঃস্বপ্ন দেখাও অনেক
ভালো। স্বপ্ন আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দুঃস্বপ্ন আমাকে নতুন পথ দেখিয়ে
দিচ্ছে, ভাবতে শিখাচ্ছে, একাকী পথ চলতে শিখাচ্ছে, প্রতিটাক্ষণ বাস্তবতার মুখোমুখি
করাচ্ছে। এখন আমি সব মিথ্যে বাধন ছিন্ন করে নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করছে।
কিন্তু আসলেই কি আমি পারবো? আমি কি পারবো পুরনো সেইসব মুছে ফেলতে? নাকি সেগুলো
আমার পিছু ছাড়বে কোনোদিন? নাকি আমার দ্বারা সম্ভব হবে সেই দিনগুলোকে অস্বীকার করা???
অন্ধকার ঘরে
অন্ধকার ঘরে কেটে যায় আমার সময়, তুমি গেছো
চলে যাওনি বিস্মৃতির অতলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখেছিলাম তোমায়
আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে, আমি রয়েছি তোমার অপেক্ষায়...
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা। নির্জনতায় আমি একা, একবার শুধু চোখ মেলো। দেখো আজ পথে জ্বালি
আলো, তুমি আবার আসবে ফিরে। বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে...
Subscribe to:
Posts (Atom)