irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, September 30, 2012

এগিয়ে গেছো যখন


আজ জীবনের কোন পর্যায়ে যে দাঁড়িয়ে আছি তা আমার জানা নাই। সময় আমাকে কিছু দিয়েছে আবার কেড়েও নিয়েছে। ওই দেওয়ার মাঝে তুমি ছিলে আমার সব চাইতে প্রিয় আর কেড়ে নেওয়ার মাঝেও সব চাইতে মূল্যবান সে তুমিই। তাই তুমি আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর আমার এই জীবনটা মূল্যহীন হয়ে গেলো। তুমি বলেছিলে আমার স্বপ্ন পুরণে সব সময় আমার পাশে থাকবে। কিন্তু আজ সেই তুমিই নেই, চলে গেলে তোমার সুখ খুঁজে নেওয়ার পথে। আমি তোমাকে যেখানে হারিয়েছি ঠিক সেখানে আজও দাঁড়িয়ে আছি। জানি তুমি এগিয়ে গেছো যখন আর পিছু ফিরবে না। আমি এখনও কষ্ট পাই, কেন জানো? আমার হারানো ভালোবাসার জন্য। কারণ আমার ভালোবাসার মানুষ মিথ্যে হতে পারে, আমার ভালোবাসা তো মিথ্যে না। ভালোবাসার মানুষ তুমি হয়তো খুঁজে পাবে কিন্তু আমার ভালোবাসা তো আর কোন মানুষ খুঁজে পাবেনা। 

Friday, September 28, 2012

হারিয়ে যাওয়া


হারিয়ে যাওয়া সেই তোমাকেই বলছি...... শুনছো তুমি? এখনও ভুলতে পারিনি তোমায়। নির্ঘুম সারা রাত বলা সেই মিষ্টি মিষ্টি কথা, কিংবা দুষ্টুমিতে ভরা সেই স্বপ্নগুলো, এখনও মাঝে মাঝে আমার ব্যস্ত সময়গুলোকে থমকে দেয়। হারিয়ে যাওয়া সেই তোমাকে বলছি... এখনও অভিমানী সেই তোমাকে ভুলতে পারিনি। কথায় কথায় অভিমান করা সেই তোমাকে খুব অনুভব করি। এখনও প্রথম দিনের সেই ভালোবাসি কথাটার প্রতিধ্বনি শুনতে পাই। এখনও শুনতে ইচ্ছে করে আমার মোবাইলে রেকর্ড করা তোমার সেই আদরগুলো। ভুলতে পারিনি তোমার সেই উষ্ণ হাতের কোমল স্পর্শ। হারিয়ে যাওয়া আমার সেই তোমাকে বলছি...... ভুলে গেছি স্বপ্ন দেখতে, ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোকে আর কিছুতেই জোড়া লাগাতে চাইনা। চাইনা আবার কারো কাছে গিয়ে তার সাথে নতুন স্বপ্ন রচনার বৃথা চেষ্টা করার, চাইনা কারো সাথে স্বপ্ন বিনিময় করতে।

Wednesday, September 26, 2012

কিছু না কিছু


পৃথিবীতে প্রতিটা মানুষই মনে হয় কিছু না কিছু ভুল করে তার ভালবাসার মানুষের সাথে, তবে ক্ষমাও পেয়ে যায়। কিন্তু আমিই মনে হয় একজন মানুষ যে কিনা আমার ভুলের জন্য কোন ক্ষমাই পাইনি। আসলে আমার ভুলগুলো তো অনেক বেশী ছিলো। নিজের জীবনের চাইতে বেশী ভালবেসেছিলাম, এটা আমার ভুল। শুধু তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছিলাম, এটা আমার ভুল। তোমাকে কোনদিন কষ্ট দিবোনা ভেবেছিলাম, এটা আমার ভুল। তোমার চোখের কোণে কোনদিনই একটুও অশ্রু দেখবোনা ভেবেছিলাম, এটা আমার ভুল তাই না?? আর এইসব ভুলের জন্য কি ক্ষমা পাওয়া যায়, তুমিই বলো। আর তাইতো এইসব ভুলের জন্য সারা জীবন আমাকে ফল ভোগ করতে হবে। দুঃখ নেই তাতে, একটাইতো জীবন। দুঃখ শুধু তোমাকে এতটা বিশ্বাস করার প্রতিদান তুমি আমাকে এইভাবে কেন দিলে। 

Tuesday, September 25, 2012

প্রতিটা সময় জুড়ে


যখন ঘুমিয়ে থাকি তখন তোমাকে স্বপ্নে দেখি। যখনই ঘুম থেকে উঠি তোমাকে খুব বেশী মিস করি। যখন তোমাকে মিস করি তখন তোমাকে মনে মনে ডাকি। যখন আমার ডাকে তুমি আসো না তখন তোমার দূরে সরে যাওয়া আর কষ্টের মেসেজগুলো পড়ে তোমাকে বকি। যখন দেখি তুমি বকা খেয়েও উত্তর দাওনা তখন তোমার ছবিগুলো চেয়ে চেয়ে দেখি আর ভালবাসার কথাগুলো মনে করি। যখন তোমার ভালবাসার কথাগুলো মনে পড়ে তখন তোমাকে ক্ষমা করে দেই। যখন তোমাকে ক্ষমা করে দেই তখন তোমার আর আমার পুরনো দিনের ভালবাসার কথা অনুভব করি। আর যখন তোমার সাথের ভালবাসার দিনগুলোর কথা অনুভব করি তখন তোমাকে আরও বেশী মিস করি। যখন তোমাকে আরও বেশী মিস করেও কাছে পাইনা তখন চোখ যন্ত্রণা করে জল বেরিয়ে আসে। যখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই তখনও চোখে ঘুম আসতে চায়না তবু একটা সময় ঘুমিয়ে পড়ি। যখন ঘুমিয়ে পড়ি তখন আবার স্বপ্নে দেখা শুরু করি। এইভাবে প্রতিটা সময় জুড়ে তুমি আছো আর থাকবে আমার মনে প্রাণে। বড় বেশী কাঁদে এই মন তোমার জন্য সারাক্ষণ। 

Monday, September 24, 2012

রহস্যময় হাসি


তোমাকে ভালবাসার আগে জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি, মানুষ কেন এতো কষ্ট পায় স্বপ্ন ভেঙ্গে গেলে। আর জানবোই বা কেমন করে বলো? তোমার আগে অন্য কাউকে নিয়ে তো এতো স্বপ্নই দেখিনি। তুমি আমাকে ভালবেসে যা দিয়েছো তা হয়তো ভালবাসার মানুষ তার ভালবাসার মানুষটিকে দেয়না। আসলেই কি তোমার ভালবাসার প্রতিদান দেওয়ার ধরনটাই এমন? তোমাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, তুমি কোনদিন আর কারো স্বপ্ন হওয়ার ইচ্ছে করো না। কেন জানো, কারণ তুমি স্বপ্ন ভাঙতে জানো বাস্তবায়ন করতে জানো না। তুমি জানো আজ আমারও প্রতিটা কষ্ট কোন একসময় এক একটা ভবিষ্যতের স্বপ্ন ছিলো, যেগুলো শুনে অনেক সময় তুমি হেসেছিলে। আমার কথাগুলো তোমাকে সিরিয়াসলি নিতে বললেও কেন জানি তুমি রহস্যময় হাসি দিতে। তাই অনুরোধ রইলো কারো স্বপ্ন আর মনটাকে নিয়ে খেলা বা হেলা করো না। কারণ তুমি বোঝনা হয়তো মন ভাঙ্গার কষ্ট কি, যন্ত্রণা কতটুকু, কি পরিমান অসহায় করে দেয় মানুষকে।

হারানো আর প্রাপ্তি

আজ মনে হচ্ছে হারানো আর প্রাপ্তি নিয়েই প্রতিটা মানুষের জীবন। এই পৃথিবীতে সবারই জীবনে হয়তো কিছু প্রাপ্তি আর কিছুটা হারানো থাকে, তাই না সোনু? তবে জীবনের অনেকটা সময়, অনেকটা পথ পার হয়ে আমার কেন জানি আজ মনে হচ্ছে আমার হারানোর চাইতে প্রাপ্তিটা অনেক বেশী। তুমি ভাবছো তো সেটা আবার কেমন করে হয়? তবে দেখো, আমিতো শুধু তোমাকে হারিয়েছি কিন্তু বিনিময়ে পেয়েছি কষ্ট, দুঃখ, নষ্ট কিছু স্মৃতি, চোখের কান্না, স্বপ্ন আর হৃদয় ভাঙ্গার বেদনা। তো আমি কি বলতে পারিনা হারানোর চাইতে আমার প্রাপ্তিটা অনেক অনেক বেশী। তাই এখন আর নতুন করে কিছু পেতে চাইনা, আসলে নতুন করে কিছু পাওয়ার ইচ্ছাটা আমার আর হয়না। কারো কাছ থেকে আর কিছু পেতে ইচ্ছে করেনা। আর  আমার এই ছোট্ট মনটাতে আমি আর কি রাখবো বলো, তোমার দেওয়া উপহারগুলোই তো এখনো সযত্নে বুকে ধরে আছি। তাইতো বলবো শুধুই তোমাকে আলতো করে একটু ছোঁয়ার ইচ্ছা করে মাঝে মাঝে, তোমার জন্য নিজের অজান্তেই আমার চোখের কোণে জল আসে। 

Sunday, September 23, 2012

চলতে চলতে

একসাথে চলতে চলতে হটাৎ তুমি আমার জীবন থেকে দূরে সরে যাবে কখনও ভাবতে পারিনি। তুমিতো এসেছিলে চিরদিন থাকবে বলে, তুমিও তাই বলেছিলে। আবার কেন পাষাণ হয়ে চলে গেলে এক্ষুনি? আলেয়ার আলোর মতো তুমিও আজ নেই আমার কাছে, বুকে সুখের আশা দিয়ে চলে গেলে পাষাণী। শুন্যবুকে বেঁচে আছি আমি, আজ বুঝে গেছি ভাষাবিহীন ছবির মতোই তুমিও আমায় বোঝনি। যখন আমার সাথে তোমার দেখা তখনও বলেছিলাম, যখন তোমার সাথে আমার গভীর প্রেম ছিলো তখনও বলেছিলাম, যখন তোমার দেয়া কষ্টে খুব কেঁদেছি তখনও বলেছিলাম, যখন বলেছিলে আমাকে ছেড়ে চলে যাবে তখনও বলেছিলাম, আজ এখন তুমি আমাকে ছেড়ে অনেক দূরে তখনও বলছি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বিশ্বাস না হলে একটিবার কষ্ট করে পুরানো দিনের কথা মনে করে দেখই না। তারা খুব বিপদে পড়ে যারা তার জীবনের চাইতেও বেশী ভালবাসে তার ভালবাসাকে অথচ ঠিকমতো দেখাতে পারেনা তাইনা?

Saturday, September 22, 2012

হৃদয়ে ক্ষরণ


আগুনে ঝাঁপ দেবো বলেইতো তোমার কাছে ছুটে এসেছিলাম, মনকে রাঙাবো বলেইতো জীবনের সবটুকু ভালোবাসা দিতে চেয়েছিলাম। স্বপ্ন ছিল বলেইতো তোমার পানে দুই হাত বাড়িয়েছিলাম। সুখের স্পর্শ নিঃশ্বাসে লাগবে বলেইতো তোমার সামনে দাঁড়িয়েছিলাম। কিন্তু ফিরিয়ে দিলে তুমি আমায়, ফেরারি বাতাস......। তোমার শুন্যতা জুড়ে আছে আমার দীর্ঘশ্বাস, প্রানভরে নিলাম। শুধু বুঝি আমার ভেতরে একটা হাহাকার কারণ তুমি পাশে নেই আজ। মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, সহ্যও করতে পারছিনা আবার প্রকাশও করতে পারছিনা। অসহ্য যন্ত্রণা হচ্ছে, হৃদয়ে ক্ষরণ হচ্ছে অনবরত। জান, মনটা খুব খুব কাঁদে তার হারানো সঙ্গীর জন্য। কখনো ভুলেনি এই মন তোমাকে মুহূর্তের জন্যও, হয়তো ভুলবেও না। কারণ প্রতিটা মানুষই হয়তো হাসি আনন্দের স্মৃতিগুলো খুব সহজেই ভুলে যেতে পারে কিন্তু কষ্টের স্মৃতিগুলো ভুলতে চাইলেও পারা যায় না। 

Friday, September 21, 2012

বুকফাটা আর্তনাদ


দুঃখকে যদি জয় করতে পারতাম তাহলে তোর দেওয়া সব দুঃখগুলোকে পরাজিত করতাম। তোকে ঘিরে হাজারো স্মৃতিগুলোকে পিছনে ফেলে এগিয়ে যেতাম সুখের দিকে, চেষ্টা করে দেখতাম তোর মতো স্বার্থপর হতে। জানিনা কেন এতো কষ্ট হয় তোকে ভুলে থাকতে, কেন এতো কঠিন হয় ভালবাসার স্মৃতি ভুলতে। আচ্ছা, আমার বুকফাটা আর্তনাদ কি খুব ভয়ঙ্কর মাত্রায় কর্কশ হয়? এতটাই কর্কশ যে তুই শুনতেই চাস না! কিভাবে তুই চুপ করে থাকিস? চোখ বন্ধ করে থাকিস? মাঝে মাঝে আমি সত্যিই সিন্ধান্তহীনতায় ভুগি, যখন ভেবে পাইনা আমার আর্তনাদগুলো কর্কশ নাকি আমি মানুষটাই?? তুই কি বুঝিসনি তোকে ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ? কি রাগ করলি? আরে আমার প্রথম কাজটি ছিলো তোকে খুঁজে বের করা। তুই কি জানতি না আমার হৃদয়টা ঠিক বরফের মতো, অল্প উষ্ণতাতেই গলে যায় আর শীতলতায় জমে যায়? ওহ, তুই করে বললাম বলে রাগ করলি? জানিতো সেই অধিকার আমার আর কখনোই হবে না তোকে আদর করে কিছু বলা, তবু যে......। পারলে ক্ষমা করিস আমায়। 

বিশ্বাসের প্রতিদান


আজও বুঝিনা কেন চলে গেলে তুমি? আমার ভালোবাসা গভীর ও নিস্পাপ ছিল কিন্তু কেন তুমি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দিলে, কি অপরাধ ছিল? কি অন্যায় ছিল আমার? আজ হয়তো তুমি সুখে আছো ভালোই আছো, আমি চাই চিরকাল সুখেই থাকো। আমি চাইনা অন্য কেউ তোমার জীবনটাকে এভাবে চূর্ণ-বিচূর্ণ করে দিক, কারণ তুমি এটা সহ্য করতে পারবেনা। জানো মাঝে মাঝে যখন আমাদের সম্পর্কের শেষ দিকের কথা মনে পড়ে খুব কষ্ট হয় এই ভেবে, যে তুমি আমার বিশ্বাসের প্রতিদান দিয়েছো অনর্গল মিথ্যে বলে। কতো ছলনা, বাহানা যে করেছো তার কি ইয়ত্তা আছো তুমিই বলো। তবুও বলবোনা তোমায় ভালোবাসি না, শুধু বলবো তোমায় ঘৃণা করিনা, করতে পারিনা আমি। যেভাবে আমার মানসিকতা আর আমার বিশ্বাসটাকে তুমি ভেঙ্গেছো তা হয়তো আর কোনদিনই জোড়া লাগবেনা সেই আগের মতো করে। আমি পারবোনা আর অন্য কাউকে এতটা বিশ্বাস করতে। তাইতো আজও আমি একা একা ভাবি কতো সহজেই সবকিছু ভুলে গেলে তুমি, কি অদ্ভুত তুমি আর তোমার ভালোবাসা তাই না সোনু......  

Thursday, September 20, 2012

ভালোবাসা বিক্রি


আচ্ছা তুমি কি জানো ভালোবাসা কোনদিনও বিক্রি হয়না, যায়না হাত বদল করা। কিন্তু তুমি পেরেছো ভালোবাসা বিক্রি করতে। সুখ নামের এক অজানা অনুভুতির কাছে বিক্রি করে দিয়েছো তুমি তোমার ভালোবাসা। সত্যিই তোমার তুলনা হয়না। বড় জানতে ইচ্ছে করে কতোটা সুখে আছো তুমি। জানি, তুমি কেমন আছো তা জানার অধিকার এখন আর আমার নেই। তবুও মনের হাজারো প্রশ্নের কাছে হেরে যাই, তাই হয়তো জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো? সুখ নামের সেই অনুভুতির কতটুকু কাছে আছো তুমি? আজ তুমি যার হাতটি ছেড়ে দিয়ে বদলে নিয়েছো নিজেকে, যাঁদের কলকাঠিতে বদলে নিলে নিজেকে সত্যিই কি ভালো আছো তুমি? কিন্তু একবার ভেবে দেখো... কোন একদিন এই মানুষটি শুধু তোমার হাতটা ধরার জন্য তার নিজেকে বদলে নিয়েছিলো। সেই ভালবাসার মানুষটির হাতটি ছেড়ে দেবার আগে অন্তত একবারও কি ভেবে দেখেছো তার মতো ভালবাসবে কেউ তোমাকে...... 

Tuesday, September 18, 2012

কেন ঘৃণা করিনা


তুমি কি একবারও ভেবে দেখেছো এমন ঘৃণ্য আর সুচতুরতা করে চলে যাওয়ার পরও কেন আমি তোমাকে ঘৃণা করিনা? তা হলে জেনে নাও কেন ঘৃণা করিনা। কারণ আমি যদি তোমাকে ঘৃণা করি তাহলে আমি হেরে যাবো আমার ভালোবাসার কাছে আমার নিজের কাছে, আমার ভালোবাসাটুকু হেরে যাবে। আর আমি চাইনা আমার ভালোবাসা হেরে যাক, অন্তত এদিক থেকে তুমি জয়ী হও। তাই তোমাকে ঘৃণা করিনা বা করতে পারিনা। হয়তো মৃত্যুর স্বাদ নেয়ার আগ পর্যন্ত এভাবেই ভালবাসবো আমার ভালোবাসাকে। কেন জানো? যাতে তুমি বলতে না পারো তোমার হারিয়ে যাওয়াতে আমার ভালোবাসাটুকুও হারিয়ে গেছে। যারা সত্যিকার ভালবাসে তারা তোমাদের মতো হত্যাকারীদের চিরদিন ভালোবেসেই যায়, অবাক হলেও সত্যি। আমি তোমাকে না পাওয়ার কষ্ট বুকে নিয়ে যতদিন বাঁচবো, যদি নিজের বিবেকের কাছে আমি হেরে যাই তাহলে একদিনও বাঁচবো না হয়তো বা বাঁচতে ইচ্ছে করবেনা। 

দিনের পর দিন


তোমায় এতোটা ভালোবেসেছি, তুমি বোঝোনি। আজ আমি তোমার হৃদয়ে নেই ভেবে ভীষণ কষ্ট হয়। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল। যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাকে আমার ভালোবাসায় আগলে রাখতে, তারপরও পারিনি আমি। দিনের পর দিন আমাকে অন্ধকারে রেখে তুমি অন্যের কাছে ভালোবাসা ফেরি করে বেরিয়েছো, যেন তুমি ভালোবাসার ফেরিওয়ালা। যতই আমি তোমাকে আমার করে রাখতে চেয়েছি বারবার তুমি আমার বিশ্বাসের ফাঁক গলে আনন্দ আর সুখ নিতে কার্পণ্য করনি। অন্যের মোহে তুমি এতটাই মোহিত ছিলে যে শেষ পর্যন্ত আমার আদরকে তুমি নির্যাতন বলতেও দ্বিধা করনি। এগুলো আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তবু তোমার উপর আমার কোন রাগ নেই, নেই কোন অভিমান। তোমার সাথে এগুলো দেখানোর পর্যায়েও ছিলে না তুমি। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটির ভালো চাওয়া, আর তাই তোমাকে হারিয়েও তোমার ভালোই চাই। ভেবোনা তোমায় ভুলে গেছি কারণ ভুলে যাওয়াতো স্বার্থপরতা, ভেবোনা আমি স্বার্থপর। আজো ভালোবাসি আর সারাজীবন ভালবাসবো তোমাকে...... 

Saturday, September 15, 2012

ভালোবাসাকে বাঁচাতে


অনেক ভেবে দেখলাম্ন তোমাকে আমার কিছু সিদ্ধান্তের কথা জানানো খুব দরকার। জানি আমার কোন ব্যাপারেই তোমার কোন আগ্রহ নেই। তবু তুমি তোমার নিজের অজান্তে যদি কোন দুর্বল মুহূর্তে কোন ভুল করে বসো তাই এগুলো জানা তোমার দরকার। আজ থেকে তোমার প্রতি আমি সবধরণের মোহ থেকে মুক্তি নিতে চাই। তুমি কখনোই আমাকে নিয়ে বিন্দুমাত্র ভাববে না। যদি কখনো নিজেকে নিয়ন্ত্রন করতেও না পারো তবু আমার কাছে ফিরে আসার কথা চিন্তা করোনা। কারণ আমি হেরে গিয়েছি হয়তো কিন্তু আমার ভালোবাসাকে আমি হারতে দেইনি। আর এই ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আমাকে সবকিছুই বিসর্জন দিতে হয়েছে, আমার কাছে কোন কিছুই অবশিষ্ট নেই যা দিয়ে আমি কোনভাবে কোনদিক থেকে তোমাকে খুশী বা সন্তুষ্ট করতে পারবো। আর তুমিও যাওয়ার সময় সাথে করে যা নিয়ে গিয়েছিলে কখনোই তা সাথে করে নিয়ে আসতে পারবেনা। আমার ভালোবাসা আমার কাছে অটুট থাক, বরং তুমি ফিরে এলেই আমি মনে করবো আমার ভালোবাসা আবারো অপমানিত হবে। আর আমিতো এই ‘তুমি’কে ভালবাসিনা, আমি ভালোবাসি ‘সেই তুমি’কে। যাকে আমি চিরদিন ভালোবেসে যাবো, এবং তোমার উপর আমার ছায়া চিরদিন থাকবে। তুমি নিশ্চিন্তে তোমার ইচ্ছে মতো নতুন জীবন শুরু করতে পারো, যে জীবনে কোনরকম হস্তক্ষেপ আমি করবোনা, কথা দিলাম। তোমার কাছে ভালোবাসা ছিল নিছক একটা শখ, তাই তোমার কোন দায়ভারও থাকার কথা না। কিন্তু আমি সম্পর্কে জড়িয়েছিলাম ভেবেচিন্তে তাই সব দায়ভার বা অধিকার শুধুই আমার। ভালোবাসার হাটে বেচাকেনা করার কোন যোগ্যতা আমার নেই। 

Thursday, September 13, 2012

শেষ ইচ্ছে বলেই


প্রতিদিন তোমায় ভেবে অনেক কথাই লিখতে ইচ্ছা করে। কিন্তু সব লেখা লিখতে গেলে কখনো শেষ হবেনা, যেমন তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবেনা এটাও ঠিক তেমনি। জানি আমার কথাগুলো তুমি পড়বেনা বা পড়লেও বিরক্ত লাগবে। তুমি বলতে আমাকে ভালবাসতে শিখিয়েছো তুমি, নতুন করে বাঁচার আলো দেখিয়েছিলে তুমি। কিন্তু এই ভালোবাসা কিভাবে ভেঙ্গে দিতে হয়, কিভাবে তোমাকে ছাড়া ভালো থাকতে হয় তাতো শিখাওনি। তুমি এসব ভেঙ্গে দিয়েছো খুব নিপুনভাবে এবং ভালোই আছো। তাই তোমাকে বলতে ইচ্ছে করে দয়া করে হোক বা করুনা করে হোক একবার আমার কাছে কি আসবে তুমি? কারণ শুরুটা যখন শিখালে শেষ কিভাবে করতে হয় তাও শেখাবে। তাহলে হয়তো আমার জীবনটা স্বাভাবিক করতে পারতাম, ভালো থাকতে পারতাম। সত্যিই আর পারছিনা এভাবে। আমার জীবনের সব কিছুই ধূলিসাৎ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে সব দিক। তবু কেন জানি বলতে পারিনা ভালবাসবো না আর তোমাকে। হয়তো তোমাকে ভালোবাসাটাই আমার মৃত্যুর শেষ ইচ্ছে বলেই।

সবটাই বৃথা!


নির্ঘুম রাত, চারদিক নিস্তব্ধ শুধু একা জেগে আমি। ড্রয়িং রুমে বসে আরক্ত নয়নে খুঁজে বেড়াই সুখ, কোথায় সে সুখ? একাকী এ গভীর রাতে নেই কোন কোলাহল, নেই যন্ত্র আর কলের অশ্রাব্য সব শব্দ। শুধু একা জেগে আমি। খুঁজে বেড়াই এক টুকরো ভালোবাসা জীবনের জন্য, বেঁচে থাকার জন্য। আজ শুধু খুঁজে বেড়াই স্বপ্নের সেই জীবন যা ছিল লালিত দিনের পর দিন, বছরের পর বছর। কোথায় আমার স্বপ্নের সে ছোট্ট ঘর। কোথায় সে বাগান যা তিল তিল করে সাজানো? কোথায় সে যাকে ভালবাসতে চেয়েছিলাম হৃদয়ের সবটুকু উজাড় করে। সবাই চলে গেছে যার যার প্রয়োজনে, শুধু থেকে গেছি আমি আমাকে নিয়ে একাকী, নীরব আর নিথর জীবনের জন্য। নির্ঘুম রাতের এই একাকীত্ব কবে শেষ হবে নাকি থেকে যাবে নিরন্তর আমার নিজের মাঝে? দুঃস্বপ্নে ঘেরা এই রাতগুলো আমার কাটতে চায়না, মনে হয় প্রতিটি রাত এক একটি বছর সমান। মাঝে মাঝে ভেবে মরি মৃত্যু কবে হবে একালের জীবনে, খুঁজে বেড়াই সাথে কি আছে কোন পাথেয় ওপারের জীবনের জন্য? তবে কি আমার সারা বেলার গল্প সবটাই বৃথা! একাকী এই নির্ঘুম রাতে ভেবে মরি নিজেই নিজেকে নিয়ে।

Sunday, September 9, 2012

আমার অপরাধ


অনেকদিন পর কিছু প্রশ্ন মনের আঙ্গিনায় কড়া নাড়ছে, বলতে পারবে এর সদুত্তর তুমি? আমার স্বপ্নগুলি ভুলে গিয়ে তোমার স্বপ্ন পুরনের পিছু ছুটেছিলাম, সেটা কি আমার অপরাধ? আমার ভালো লাগাকে দূরে রেখে তোমার ভালো লাগাকে আপন করে নিয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? নিজের চাওয়া পাওয়াকে দূরে রেখে তোমার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? নিজের চোখের জল লুকিয়ে রেখে তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? সমস্ত ঝড় ঝাপটার হাত থেকে রক্ষা করে তোমাকে বুকে আগলে রাখতে চাওয়াটা কি আমার অপরাধ? নিজের ব্যস্ত সময়গুলি তোমার হাতে তুলে দেওয়াটা কি আমার অনেক বড় অপরাধ? তোমাকে কারো হাতের খেলনার পুতুল হতে না দেওয়াটাই কি আমার অপরাধ ছিল? জানি কোন উত্তর তোমার কাছে পাবো না। নিজেকে প্রশ্ন করলাম, নিজের মাঝেই উত্তর খুঁজে পেয়েছি। তোমাকে এতো বেশী ভালোবাসাটাই আমার অপরাধ ছিল। 

Saturday, September 8, 2012

ধন্যবাদ তোমাকে


তুমি যখন আমাকে একটা অন্ধকার জীবনে ছেড়ে চলে গিয়েছিলে তখন অনেক বেশী প্রয়োজন ছিল তোমাকে। একাকিত্তের প্রহরগুলো তখন বেশী কষ্ট দিতো আমাকে, তাই সেদিন তোমাকে ফিরাতে অনেক অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি আমার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সেদিন চলে গিয়েছিলে। একবারও ভাবনি আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ কি ছিল তখন, সেদিনই মনে হলো স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়। হৃদয়টা সেই যে দুমড়ে মুচড়ে গেলো আজও তেমনি রয়ে আছে। তোমার আমার সম্পর্কটা কতদুর গিয়েছিলো হয়তো আমি জানিনা, কিন্তু যতদুর গিয়েছিলো তাতে তুমি আমাকে এমনিভাবে একা করে চলে যেতে পারবে ভাবিনি কখনো। আমি ভাবতাম যতো বড় দুঃখ বা ঝড় আসুক না কেন আমরা দুজনে এক হয়ে জয় করবো, কিন্তু আমি মনে হয় ভুল ভেবেছিলাম। তাইতো প্রবাহমান নদীর স্রোতের মতো তুমি দেখতে দেখতে হারিয়ে গেলে, বাধ্য করলে আমাকে একাই পথ চলতে। ধন্যবাদ তোমাকে, একটা গভীর ভালবাসার উপহার একাকীত্বতা দিয়ে গেলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে......

Friday, September 7, 2012

আঁধারের মানুষ


আমি আঁধারের মানুষ, আঁধারেই ছিল আমার বসবাস। হটাৎ হলো তোমার সাথে দেখা, তুমি বাড়িয়ে দিলে হাত। আর আমিও চেয়েছিলাম তোমার হাত ধরে আলোর মাঝে আসতে। কথা দিয়েছিলে কোনোদিন আমাকে আর আঁধারে যেতে দিবেনা। কিন্তু না চিরদিন থাকার ইচ্ছে থাকলেও হলোনা, পরক্ষনেই কি ভেবে আর কার হাতছানিতে যেন তুমি গুটিয়ে নিলে তোমার ঐ বাড়ানো হাত। তাই অভিমানী মনটা আবার আঁধারেই ফিরে গেলো বুকে ব্যাথা নিয়ে। শুনেছি ভালোবাসা নাকি মানুষকে সাহসী করে তুলে। কিন্তু আমাকে করেছে তার উল্টো। ভালোবাসা আমাকে এখন ভীতু বানিয়েছে, করেছে সঙ্কুচিত। আমার ভিতরে জম্ম দিয়েছে এক অজানা ভয়, যা আমার ছায়ার মতো আমার সাথে এখন সবসময় থাকে। আমি ভয় পাই কারো চোখে চোখ রেখে কথা বলতে, ভয় পাই জীবনকে নিয়ে নতুন করে ভাবতে। আর সত্যিই ভয় পাই এখন এই ভালোবাসা নামক অনুভূতিটাকে। 

প্রতীক্ষিত মানুষ


তুমি ফিরে আসবে আবার আমার জীবনে এই বিশ্বাস যেদিন ভেঙ্গে গেছে সেদিন থেকে নিজেকে পুনরায় সাজানোর কথা অনেক ভেবেছি, বাঁচার কথা ভেবেছি। কিন্তু মাঝে মাঝে তোমার নিস্পাপ মুখটির পেছনে লুকিয়ে থাকা ছবিটার কথা মনে হলেই আমার সবকিছুই এলমেলো হয়ে যায়। বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে নেমে আসতে চায়। বুঝে উঠতে পারিনা এই অশ্রুগুলো কিসের? তোমার মিথ্যা ভালোবাসার নাকি আমার সব হারানোর? তবে একটা কথাই শুধু বলবো তুমি আমার পৃথিবীটা চিনতে ভুল করেছো। হয়তো কোন একদিন তুমি যাকে ভালবাসবে সে তোমার কষ্ট অনুভব করবেনা, সেও তোমার পৃথিবীটা চিনতে ভুল করবে। আর তখন বুঝতে পারবে ক্ষত বিক্ষত হৃদয়ের বেদনাগুলো। বুঝতে পারবে সব কিছু থাকার পরও কে যেন একটা নেই, এক অদ্ভুত শূন্যতায় প্রতীক্ষিত মানুষের ফিরে আসার অপেক্ষা করবে তুমি...... 

Thursday, September 6, 2012

প্রতিশ্রুতি রক্ষা

ভয় পেওনা, আমি আছি বেঁচে। তাই তোমাকে নিশ্চিন্ত করতেও পারলাম না বলে দুঃখিত। মরণটা আমার হাতে নেই, থাকলে অবশ্যই তোমাকে নিশ্চিন্ত করে দিতাম চিরদিনের জন্য। কোন আশঙ্কা তোমার মনে উঁকি দেওয়ার সুযোগ দিতাম না। অনেকদিন ধরে অসুস্থ আছি যদিও কিন্তু হটাৎ করে এর পরিমান এতো বেড়ে যায়, আর পারছিলাম না। অন্যদিকে যাঁদের বদান্যতায় এই পৃথিবীর সাথে আমার দেখা তাদের অসুস্থতা। আর তার সাথে যোগ হয়েছে আমার সেই পুরনো ঝামেলাগুলো। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এতো খারাপের দিকে মোড় নিয়েছে কি করবো ঠিক বুঝে উঠতে পারছিনা। না ভেবনা, তোমার কোনও করুনা বা সহানুভূতি চাইছি। তুমিতো আমাকে ছেড়েই দিলে আমার মতো চলতে, তাই চলছি আমি। পরিনতি বা ফলাফল যাই হোকনা কেন তুমি শুধু দেখেই যাবে। একটা সময় মনে হতো প্রতিটি মানুষের একটা সময়ে নির্ভরশীলতার খুব দরকার, আর সেটা অসুস্থতার সময়। এখন মনে হয় না কাউকেই আমার দরকার নেই। একা একাইতো সব ধরণের সময় পার করতে পারছি, নাইবা থাকলো কেউ পাশে প্রতিশ্রুতি দিয়েও। চাহিদা, বিনিময় আর স্বার্থের এই পৃথিবীতে কয়জনই পারে প্রতিশ্রুতি রক্ষা করার মানসিকতা ধরে রাখতে।  আর তুমি তো তাদের চাইতে ব্যতিক্রম হতে পারোনা, তাইনা??? 

Saturday, September 1, 2012

একাকীত্বতার প্রহর


জীবনের অনেকটা পথ একা একা হেঁটে চলেছি আজ, জানিনা আর কতোটা দিন হাঁটতে হবে এই একা পথটা ধরে। আর কতোটা দিন পরে শেষ হবে এই একাকীত্বতার প্রহর, জানিনা আদৌ শেষ হবে কিনা। তোমার দেওয়া অতীত জীবনটা প্রতিদিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাকে। জানোই তো জীবনের কিছু কিছু স্মৃতি আছে যা মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারেনা কখনোই। মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের কিছু না কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থাকে, আমিও মানি এই কথাটা। কিন্তু ভেবে পাইনা তোমার কাছে আমার ভুলটা কি ছিলো। আর আমি এটাও জানি আমার হারানো সেই সময়টা তুমি কোনদিনই ফিরিয়ে দিতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না আমার আগের সেই জীবনটাকে। ফিরিয়ে দিতে পারবে না তোমাকে ঘিরে আমার হাজারো ভাবনাগুলোকে। তবে তুমিও অবশ্যই একদিন বুঝবে ভালবাসার হাহাকার কি। হয়তো বা কোন একদিন তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে অন্তহীন একাকীত্বতার প্রহর উপহার দিয়ে যাবে, আর হয়তো সেদিন বুঝবে জীবনের শুন্যতা কি, কি নিষ্ঠুর এর যন্ত্রণা। সত্যিই তুমি একদিন বুঝবে, এটা কিন্তু অভিশাপ না। ভেবে নাও আমার অনুমান......