কোনো এক শীতের সকালে,
কুয়াশা মোড়া সূর্যকে
প্রশ্ন করেছিলাম... ভালোবাসা কি?
সূর্য বলেছিলো,
আমার আলোয় ঝলসে উঠা
একফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা।
সুন্দর কোনো এক বিকেলে,
স্রোতস্বিনী কোনো
নদীকে প্রশ্ন করেছিলাম...... স্বপ্ন কি?
নদী বলেছিলো,
সমস্ত বাধা অতিক্রম
করে সমুদ্রের পানে ছুঁতে যাওয়াই স্বপ্ন।
নির্ঘুম এক রাতে,
মেঘমুক্ত নির্মল
আকাশকে প্রশ্ন করেছিলাম...... সুখ কি?
আকাশ বলেছিলো,
আমার বুকে হাজারো তারার
ভিড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ।
কোন এক ব্যাথাভরা
সন্ধ্যায়,
আমায় একজন প্রশ্ন
করেছিলো....... কষ্ট কি?
আমি বলেছিলাম,
হৃদয় উজাড় করে
ভালোবেসে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট।
আদরি, দেখো তো মনে পড়ে
নাকি তোমার উপরের লেখাগুলো? ওই কথাগুলো? এই কথাগুলো তুমি ফেসবুকে আমার ওয়ালে পোস্ট
করেছিলে। আবার কিছুদিন পড়ে সেই একই কথাগুলো আমি দেখেছি আরেকজনের কাছে পোস্ট করতে
ফেসবুকে তার সাথে তোমার চ্যাট করার সময়। যেন তাকে বশীকরণ করার আকুল চেষ্টা ছিলো
তোমার। জানি শেষ পর্যন্ত করতে পেরেছো। আর পারবে নাই বা কেন? একজন মেয়ে হিসাবে
নিজেই উদ্যোগী হয়ে যদি কোন পুরুষের প্রতি ঝুঁকতে চায় কয়জন পুরুষ সেই আহবান উপেক্ষা
করে বা করতে পারে? তুমি আমার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছিলে নিতান্ত একটা সস্তা
পন্য হিসাবে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টোটা। আমার ভালোবাসাকে বিক্রি করতে গিয়ে
তুমি বিক্রি করেছো নিজের ভালোবাসাকে, নিজের সত্ত্বা আর অনুভুতিকে। আমার ভালোবাসা
আজো বিক্রি হয়নি, হতে আমি দেইনি। অনেক অনেক কিছু আর অনেক বেশী মুল্যের বিনিময়ে আমি
আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে আছি। তোমার ভালোবাসা সস্তা হতে পারে কিন্তু আমার
ভালোবাসা অতো সস্তা না যে যাকে তাকে বিতরন করে বেড়াবো। তোমার সাথে আমার ভালোবাসা
জড়িয়ে নেই আজ কিন্তু আমার ভালোবাসার সাথে তুমি জড়িয়ে আছো আর থাকবে। তোমায় ছেড়ে
কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।