irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, February 28, 2013

তুমি বিক্রি করেছো


কোনো এক শীতের সকালে,
কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম... ভালোবাসা কি?
সূর্য বলেছিলো,
আমার আলোয় ঝলসে উঠা একফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা।
সুন্দর কোনো এক বিকেলে,
স্রোতস্বিনী কোনো নদীকে প্রশ্ন করেছিলাম...... স্বপ্ন কি?
নদী বলেছিলো,
সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুঁতে যাওয়াই স্বপ্ন।
নির্ঘুম এক রাতে,
মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম...... সুখ কি?
আকাশ বলেছিলো,
আমার বুকে হাজারো তারার ভিড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ।
কোন এক ব্যাথাভরা সন্ধ্যায়,
আমায় একজন প্রশ্ন করেছিলো....... কষ্ট কি?
আমি বলেছিলাম,
হৃদয় উজাড় করে ভালোবেসে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট।
আদরি, দেখো তো মনে পড়ে নাকি তোমার উপরের লেখাগুলো? ওই কথাগুলো? এই কথাগুলো তুমি ফেসবুকে আমার ওয়ালে পোস্ট করেছিলে। আবার কিছুদিন পড়ে সেই একই কথাগুলো আমি দেখেছি আরেকজনের কাছে পোস্ট করতে ফেসবুকে তার সাথে তোমার চ্যাট করার সময়। যেন তাকে বশীকরণ করার আকুল চেষ্টা ছিলো তোমার। জানি শেষ পর্যন্ত করতে পেরেছো। আর পারবে নাই বা কেন? একজন মেয়ে হিসাবে নিজেই উদ্যোগী হয়ে যদি কোন পুরুষের প্রতি ঝুঁকতে চায় কয়জন পুরুষ সেই আহবান উপেক্ষা করে বা করতে পারে? তুমি আমার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছিলে নিতান্ত একটা সস্তা পন্য হিসাবে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টোটা। আমার ভালোবাসাকে বিক্রি করতে গিয়ে তুমি বিক্রি করেছো নিজের ভালোবাসাকে, নিজের সত্ত্বা আর অনুভুতিকে। আমার ভালোবাসা আজো বিক্রি হয়নি, হতে আমি দেইনি। অনেক অনেক কিছু আর অনেক বেশী মুল্যের বিনিময়ে আমি আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে আছি। তোমার ভালোবাসা সস্তা হতে পারে কিন্তু আমার ভালোবাসা অতো সস্তা না যে যাকে তাকে বিতরন করে বেড়াবো। তোমার সাথে আমার ভালোবাসা জড়িয়ে নেই আজ কিন্তু আমার ভালোবাসার সাথে তুমি জড়িয়ে আছো আর থাকবে। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।

Monday, February 25, 2013

সেদিন প্রথমবার


আমার এখনো মনে আছে, সেদিন প্রথমবার তোমার সাথে রিক্সায় ঘুরতে বের হয়েছিলাম। আমাদের দুজনেই যেন ঐটুকু রিক্সার দুপাশে গুটিসুটি মেরে বসেছিলাম যেন একে অন্যের শরীরে স্পর্শ না লাগে। লজ্জা বোধহয় তোমার চেয়ে আমিই বেশী পাচ্ছিলাম, নাহলে আমার আগে তুমিই কি আমার হাতটা আমার কোলের মধ্য থেকে টেনে নিয়ে ধমকের সুরে বলতে? ‘এই আমার হাত ধরো, আমি রিক্সা থেকে পড়ে গেলে তুমি খুব খুশী হবে মনে হচ্ছে? হুম?’ মুহূর্তেই সব জড়তা কেটে গেলো আমার, বোকা বোকা একটা হাসি দিয়ে আমি তোমার হাতটা শক্ত করে ধরলাম। তুমি যেন জোরটা একটু বাড়িয়ে দিলে। আবার রাস্তা পার হওয়ার সময় বললে ‘এই তুমি আমার ধরে রাস্তা পার করে দিতে পারো না? আমার হাত ধরতে কি তোমার অসুবিধে হয়?’ আর রাতে কথা বলার সময় এগুলো নিয়ে খুনসুটি করতে সারাক্ষণ আমার সাথে, ছোট্ট ছোট্ট অভিমান করতে আমার সাথে। আর আমাকেও বাধ্য হয়ে ভালোবাসার খাতিরে তোমার মান ভাঙ্গাতে হতো, কি ঘামই না ঝরাতে হতো আমাকে তোমার সেই মান ভাঙ্গানোর জন্য। তবে খুব উপভোগ করতাম সবকিছু, ভীষণ ভালোবাসতাম যে আমি তোমাকে। আজ তুমি ব্যস্ততায় দিন কাটিয়েছো, নতুনের সাথে সব শেয়ার করে ক্লান্ত শ্রান্ত হয়ে হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছো। খুব মনে পড়ছিলো আজ একসাথে রিক্সায় চড়ার সেই প্রথমদিনের কথা, আর ইচ্ছে করছিলো তোমার সাথে সেই স্মৃতি নিয়ে কথা বলবো। কিন্তু ম্যাডাম আপনার ঘুমের ডিস্টার্ব আমি কি করে করি বলুনতো? তাইতো আমার এই ক্যানভাসে কথাগুলো অক্ষর রূপে একে দিলাম। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা। 

Friday, February 22, 2013

শুধুই হাহাকার


শূন্য  বুকে শুধুই হাহাকার.. 
কোন এক অজানা ভালবাসার কাছে 
আজ আমি অসহায়, নির্বিকার  

সুপ্ত বাসনা গুলো চুপ করে আছে 
আমি কিছু বলতে পারছি না
শুধু শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি 

অজানা কোন মাতাল
অনুভবে অনুরনিত হচ্ছি.. 
আজ ডানা কাটা পাখির মতো নির্বিকার আমি। 

কোন দিগ্বীজয়ীর মত আজ আমি 
উল্লাস করতে পারছি না  
মন ভাবে তোমাকে শুধুই মনের অজান্তে  
আমি নির্বিকার ভাবে শুধু ভেবে যাই, কিছু বলার
ভাষা আজ আমার নেই। 
 আমার নির্বিকার নিস্পৃহতা..
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা

Thursday, February 21, 2013

বাধার মতো বাধা


আমাকে কোথায় খুঁজবে তুমি? যেখানেই যাও না কেন আমার স্মৃতি সবসময় তোমাকে ঘিরে রাখবে। আমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় তোমাকে মনে করিয়ে দেবে আমার কথা। তুমি আমাকে যতটা না ভালোবেসেছো তার চেয়েও বেশী ভালোবাসা দিয়েছি আমি তোমাকে। তুমি নিজেও বলেছিলে এমন ভালোবাসা পাওয়া নাকি যেকোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। যদিও আমি প্রতিবাদ করেছিলাম সেদিন তোমার এই কথার। এতো ভালোবাসা দিয়েও পারিনি তোমার অকৃতজ্ঞ মনকে ভরাতে। তাইতো তুমি চলে গেলে অন্য কারো ভালোবাসা পেতে, যে আশায় গিয়েছো তা কি পেয়েছো তুমি? তুমি চলে গেলে নতুনের কাছে নিজেকে নিবেদন করতে, পেরেছো কি তাকে তৃপ্ত করতে? কিংবা তুমি কি পেরেছো সেই অধরা তৃপ্তি আর সন্তুষ্টি কুড়িয়ে নিতে? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার চেয়ে বেশী তোমাকে আর কেউ কোনদিন ভালোবাসতে পারবে না। ক্ষনিকের মোহে তুমি ওদের প্ররোচনায় আমার সবকিছুকে তুচ্ছ করে চলে গেছো, বাঁধার মতো বাঁধা দেইনি কেন জানো? কারণ আমিও চেয়েছিলাম আমার ভালোবাসার তুলনা দাড় করানোর তোমার খুব শখ হয়েছিলো অনেকদিন থেকেই সেটা যেন করতে পারো তুমি। আমি চেয়েছিলাম তোমার মোহ কাটুক, যেদিন বাস্তবতা তোমার সামনে এসে দাঁড়াবে সেদিনই বুঝবে কি হারিয়েছিলে তুমি নিতান্ত অবহেলায় কিছু কুচক্রি মানুষের নগ্ন অনুপ্রেরনা আর সহায়তায়। সেদিন আমাকে খুঁজে বেড়াবে হন্যে হয়ে সবখানে, কিন্তু খুঁজে পাবেনা তুমি। কারণ এরই মধ্যে হারিয়ে যাবো আমি শূন্যতার আড়ালে, শুধুই সেই সৃতিগুলো আঁকড়ে ধরে সযতনে। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা। 

Tuesday, February 19, 2013

বেঁচে থাকার প্ররোচনা


বেশ কিছু দিন যাবত টের পাচ্ছি বুকের মধ্যে মেঘের মতো একটি কষ্ট ঘন হয়ে উঠেছে, মাঝে মাঝে তা অসহ্য হয়। মনে হয় কোন বুনো হাতির দল যেন কোন সুনসান অরণ্য তছনছ করে দিচ্ছে, পাঁজর ভেঙ্গে আসে তখন। চোখের পাতায় এক বিন্দু শিশিরের ভিজে উঠা টের পেয়ে গড়িয়ে পড়ার আগেই তা মুছে ফেলি। কিন্তু কেন কাঁদবো? কার জন্য কাঁদবো? কোন দুঃখে কাঁদবো? নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে সময় চলে যায়। কিন্তু কমে না কষ্ট, খুঁজে পাইনা সে কষ্টের কোন যুক্তি। অথচ টের পাচ্ছি পলি জমে জমে ক্রমে জেগে উঠা চরের মতো ওই কষ্ট আমার নিরেট সুখের এই জীবন সমুদ্রটিতে দখল নিতে চাইছে। বুকের ভিতর অসহায় ইচ্ছে আর্তনাদ করে উঠে। কেউ জানে না একজন মেয়ের ক্ষমতা কতো অপার। তুচ্ছ বেদনাকেও তারা কি অসীম সৌন্দর্যে আলোকিত করে সাজাতে জানে। ব্যাথার অতীত কিছু অনুভুতি তারা লালন করে অথৈ আবেগ দিয়ে, অথবা প্রচণ্ড দুঃসাহসে। ফর্সা আকাশের নিচে দাঁড়িয়ে থাকি তবুও মনে হয় মেঘ কাটেনি। গুমোট ভাব রয়েছে দম আটকে আসার মতো। প্রত্যক্ষ শুধু নয় পরোক্ষ দায়গুলোও এসময় বিবেকের মধ্যে প্রকট হয়ে ওঠে। বহুদিনের ভুলে থাকা ধুসরিত প্রতিকৃতিখানির পাশে ওকে যেন জ্বালিয়ে দেয় তীব্র শিখার আলো। আলো নেই কেন? বুকের ভেতর ককিয়ে উঠে তার আর্তনাদ। অতিক্রান্ত সবুজ পথ দ্রুতগামি ট্রেনের মতো অসহ্য ছুটোছুটি করতে থাকে অচেনা ষ্টেশনে অসহায় যেন কোন যাত্রীর সম্মুখে। মুক্তি ও বন্দিত্বের আস্বাদ কেমন একাকার হয়ে উঠে বোধের গভীরে। তবুও এ থেকে পরিত্রান চাই না। কারণটি বোধহয় এ বন্দিত্ব নয় বলে, নয় বিকারও। বোধহয় এরই নাম জীবন। আমি শুধু ভাবি সমস্ত দায় মেনে, সব অপরাগতা স্বীকার করে আরও একটি তমসাঘন সন্ধ্যায় অবগাহন, আরও একটি সূর্যোদয়ের অপেক্ষায় বোধহয় বেঁচে থাকার স্বাভাবিক প্ররোচনা। ভালো থাকুক আমার ভালোবাসা। 

Saturday, February 16, 2013

পুরনো অধ্যায়


দিস নে এতো ব্যাথা, লাভ কি বল আমার ক্ষত বাড়িয়ে?
থাকবি ভালো? বলনা, তাতে কি সুখ পাবি?
তোর মন ভরবে আপন হাতে যদি মারিস আমায়?
মারনা তবে, যদি পারিস আমার মতো কাউকে আনতে ভবে।
কি দোষ আমার বল, ভালোবাসি এটাই কি সেই ভুল?
ও হ্যাঁ, আরো আছে ভুল।
একটু দাঁড়া, লিস্ট করে দেই তাতে সুবিধে হবে তোর।
এত্ত ভুলের সাজা কিরে? ভেবেছিস কি তা?
কম যেন না হয়, তুইতো দিবি এতে আমার আবার কিসের ভয়?
হারিয়ে আমি যদি যাইরে রাখবি কি তুই মনে?
ওরে ভুলেই গেছি তোর মনের খাতা যে অনেক,
রাখবি হয়তো কোথাও ফেলে।
আমি যে তোর পুরনো অধ্যায়, কি হবে আর রেখে?
তাই হয়তো ফেলে দিবি ভেতরটা না দেখেই।
দেখতো মনে করে, এসেছিলাম এই পথে যে তোর হাতটি ধরে।
বলেছিলি এর নাম ভালোবাসা, এসো আমার সাথে থাকবো তোমার পাশে।
হাঁটতে গিয়ে হোঁচট খেলাম, তুই ধরলি আমার হাত।
বললি- আরে সাবধান,
এতো তাড়াহুড়ো কেন করছো আমিতো আছি তোমার সাথে।
কিছুদূর যেতেই দেখি ঘন অন্ধকার,
হাতটা তখন সেই যে ছাড়লি আর ধরলি না। মনে পড়ে তোর?
না না তুই তো ভুলে গেছিস সব।
তাই তো আজ তুই বিচারক, বিচার করবি আমার ভালোবাসার।
তবু, তোকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।

Thursday, February 14, 2013

চলে গেলো নীরবে


চলে গেলো নীরবে সেই বিশেষ দিনটি, তেরো দুই। এর মানে কি তা তুমি ভালো করেই জানো কারণ এর পিছনে তোমার অদম্য ইচ্ছে ছিলো। সেই তুমিই আবার অবলীলায় খুব সাবলীল ভাবে অস্বীকার করে গেলে। যেহেতু অস্বীকার করতে পেরেছো তাই মনে রাখার কোন সম্ভাবনাই নাই হয়তো। কিন্তু আমি ভুলিনি, ভুলতে পারিনা আমি। সারাদিনে আমার এই দিনটি নিয়ে কোন লেখা না দেখে হয়তো ভেবেছো আমিও ভুলে গেছি তোমার মতো। না আদরি, আমি তোমার মতো হতে পারিনা। আমি পারিনা সেই দিনটিকে অমর্যাদা করে অন্যের হাতে নিজেকে সঁপে দিতে তোমার মতো। যে তুমি সেদিনের ঘটনার দাবীদার সেই তুমিই ভুলে গিয়ে নতুনের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছ আর আমি যার কাছ থেকে তুমি জোর করে আদায় করে নিয়েছিলে সেই আমি আজো বয়ে চলেছি তার রেশ। আর আমার বুক আজো গর্বে ফুলে উঠে সেই দিনটিকে ভেবে। কাল চোদ্দই ফেব্রুয়ারি। প্রতিবছর যেভাবেই হোক তুমি তার আগের দিন আমার সাথে দেখা করে যেতে। কোনবার এর ব্যতিক্রম হয়নি আট বছরে। বরং তুমি ক্ষেপে যেতে আমার উপর আমি যদি একটুও অমত করতাম দেখা করতে। সেই তুমি......। তোমাকে নতুন করে বলার কিছুই নাই আমার। দুঃখ শুধু একটাই কাউকেই আমি আপন করে ধরে রাখতে পারলাম না আমার জীবনে একান্তই নিজের মতো করে। জানিনা আমার চাওয়াগুলো খুব বেশী ছিল কিনা, খুব অসম্ভব ছিল কিনা। হয়তো তাই, নতুবা আমার সাথে এমনটি ঘটবে কেন? হয়তো তুমি উচ্ছ্বাস ভরে কাটিয়েছ দিনটি নতুনের সাথে, আজকেও হয়তো কাটবে নতুন অনুভুতির ছোঁয়ায়। তাই আমি সেই পুরনো মানুষ তোমাকে আর কোন কামনা জানালাম না এই দিনে। সেই পুরনো দিনগুলিকে তো মাটি চাপা দিয়েছ তুমি মানুষটিকে সহ। কিন্তু আমি আছি সেই পুরনোকেই নিয়ে। আমার পুরনো আর অতীতকে অম্লান করে রাখার জন্য ফেসবুকে একটি পেজ খুলেছি অনেকদিন আগে, যার শিরোনাম এই লেখাতেই আছে। যে পুরানোকে আমি আজো ভালোবাসি সেই আগের মতোই, সেই পুরানোর গণ্ডি থেকে আমি বের হতে চাইনা কখনোই। পুরানোর কাছে যে আমার অনেক ঋণ, সেই ঋণ আমাকেই তো শোধ করতে হবে ধীরে ধীরে। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

Saturday, February 9, 2013

কষ্ট আর কষ্ট


কোন একদিন আসবে যেদিন তুমি প্রতিমুহূর্তে আমার শুন্যতা অনুভব করবে, আমার স্মৃতি খুঁজে বেড়াবে। ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখকে বিশাল সাগর সমান মনে হবে। আনন্দ সোনার হরিনে পরিনত হবে, সুর হারিয়ে যাবে। অশ্রু চির সঙ্গী হবে। ভালোবাসা নামের পরম আরাধ্য বিষয় অবহেলার কষ্ট পরম যত্নে আঘাত করবে। ছিন্নভিন্ন করে দিবে সব। কেউ হয়তো সুস্থ করে তুলতে চাইবে, কিন্তু মনের উপর নিয়ন্ত্রন নিঃশেষ হয়ে যাবে। ফলে আঘাতের উপর আঘাত এসে নিঃশ্বাস জর্জরিত করে দিবে। সহ্য ক্ষমতা বলে কিছু অনুভুত হবে না। কষ্টই কেবল আপন হয়ে উঠবে, কেবল কষ্ট আর কষ্ট। বেঁচে থাকা অপ্রিয় হয়ে উঠবে, সবকিছু অসহনীয় মনে হবে। কাউকে আপন ভেবে বাঁচতে চাইলেও মনের মধ্যে যুদ্ধ শুরু হবে। অতীতের স্মৃতিগুলো বীরবিক্রমে বিজয়ী হবে। পালাতে চাইবে তুমি, কিন্তু মুক্তি পাবে না। যেখানেই যাবে পিছু ছাড়বে না তোমার। মরতে চাইলেও মৃত্যু ধরা দেবে না, বাঁচতেও মন চাইবে না। এক অস্থির হতাশা মাখা জীবন চারিদিক থেকে ঘিরে রাখবে। এইসব এখন আমার সাথে ঘটছে প্রতিমুহূর্তে, কাটাচ্ছি আমি নির্ঘুম রাত। কিন্তু আমার নির্ঘুম রাত্রি ব্যর্থ হবে না। দিনের পর দিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বিফলে যাবে না। তুমি দেখো কখনোই আমার স্মৃতি তোমায় দুঃখ থেকে বঞ্চিত করবে না। কখনোই না। আমার বড্ড ভয় হয়, তিলে তিলে নিঃশেষ করে দেওয়া এইসব যদি তোমার জীবনে আসে তাহলে তুমি সইতে পারবে না আমার মতো। আর যদি একান্তই না পারো আমাকে ডেকো, আমি তোমাকে আপনার করে নিবো না হয়তো কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো। আমি জানি এর যন্ত্রণা কতোটুকু, যেটা হাড়ে হাড়ে উপলব্ধি করিয়েছো তুমি আমায়। তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা। 

Tuesday, February 5, 2013

একটা সময় ছিলো


একটা সময় ছিলো যখন আমি ফেসবুকে থাকতাম আর অজানা আতঙ্কে আমার বুকের ভেতরটা কেঁপে উঠতো, এই বুঝি আমি দেখে ফেললাম আমার কাছে থেকে লুকিয়ে তোমার সেই কাণ্ডগুলো। এই বুঝি আমি কমেন্ট করে বসলাম, এই বুঝি তোমাকে একটা ম্যাসেজ করে বসলাম। যতক্ষণ ফেসবুকে থাকতাম তোমার প্রোফাইল থেকে দূরে থাকতে চেষ্টা করতাম। কিন্তু পারতাম না, আর পারতাম না বলেই আমাকে দেখতে হয়েছে ভালোবাসার সেরা বেঈমানি। তোমার কোন আপডেট দেখলেই বুকটা ধক করে উঠতো। ভয়ে ভয়ে আপডেট চেক করতাম, তারপর তোমার খোঁজ নিতাম। পরে জানলাম তুমি আরেকটা প্রোফাইল করে নিয়েছো ওই উদ্দ্যেশে। তারপরও কোনদিন ম্যাসেজ করিনি, যোগাযোগের চেষ্টা করিনি তোমার সাথে। হয়তো আর কখনোই করবোও না, যদি তুমি নিজ থেকে যোগাযোগ না করো। যখনই যোগাযোগ করতে চেয়েছি, কোথায় যেন বাধা পেয়েছি। হয়তোবা আমার অতিরিক্ত egostic মনই বাধা দিয়েছে। জানিনা তুমি আমার এই সাইটের ভিজিটর কিনা, তারপরও তোমার উদ্দ্যেশে লিখছি। অনেকদিন কথা হয়না তোমার সাথে, কেমন আছো তুমি? আমি আমার নিয়তি মেনে নিয়েছি, মেনে নিয়েছি তুমি জোর করে যেরূপ জীবন যাপনে বাধ্য করলে আমায়। তবু জোর করে কোনকিছু মেনে নিতে বাধ্য করলে তার ফলাফল কেমন হয় বোধকরি তুমি খুব ভালো করেই জানো। আমাকে ছেড়ে তুমি কতোটুকু সুখে আছো তা জানি না, তবুও ভাবনায় মাঝে মাঝে উঁকি দিয়ে দেখি অদ্ভুত সুখেই আছো। খিল খিল সেই হাসি আজো আছে, থাকুক। ভালোবাসাকে ভুলে গেছো কিন্তু কবর দিতে পারো নি। হয়তো তুমি লেখাটি তুমি পড়ছো, পড়ার পরও না পড়ার ভান করে এড়িয়ে যাবে। তুমি আর সেই তুমি নেই। সময় বদলে গিয়েছে, বদলে গিয়েছে তোমার জন্য পৃথিবীর ভালোবাসা। শুধু বদলাইনি আমি আর তোমার প্রতি আমার ভালোবাসা। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।

Sunday, February 3, 2013

তুমিতো ভুলেই গেছো


তুমিতো ভুলেই গেছো আমাকে, ভুলে গেছো আমাদের সেই দিনগুলোর কথা। আমিও তোমাকে ভুলে যেতে চাই, পারি না। যত ভুলে থাকতে চাই তার থেকে বেশী মনে পড়ে। সবাই বলে মানুষ চেষ্টা করলে সবই পারে। স্বীকার করছি সব পারে কিন্তু ভালোবাসা কি ভুলে যেতে পারে?? যারা ভালোবাসাই ভুলে যায় তারা কিছুই পারে না আর প্রকৃত ভালোবাসায় কখনোই ভালোবাসার মানুষকে ভুলতে পারে না। তুমি কেমন করে পারলে তুমিই জানো, আমি এমনটা আশা করিনি তোমার কাছে। তবে ভালোবাসার খুব ভালো আর নিখুঁত অভিনয় করতে জানো। অপবাদ দিচ্ছি না, প্রসংশা করছি তোমার অভিনয়ের। এতোটাই ভালো অভিনয় করতে যে কখনো বুঝতে দিলে না। আমার ঘোর ভাঙার আগেই তুমি নাটক শেষ করে দিলে, অভিনয়ের নতুন কন্টাক্ট হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে। তোমায় খোঁচা দিচ্চি না শুধু আক্ষেপ প্রকাশ করছি কেন এমন হলো? সারাজীবন আমায় ভালোবাসতে পারবে না তবে মিছে ভালবেসেছিলে কেনো? রাগ দেখাচ্ছি না। কিন্তু সবসময় তোমার কাছে সারাজীবনের ভালোবাসাই চেয়েছিলাম, সাময়িক ভালোবাসা নয়। আমি তোমায় মিছে ভালোবাসিনি, তাই তোমার মতো ভুলে যেতে পারছি না। যাকে এক মুহূর্ত ভুলে থাকতে পারিনা তাকে কি করে ভুলবো!! এ যে অসম্ভব। তুমি চলে গেলে তাই বলে কি তোমার প্রতি আমার ভালোবাসা হারিয়ে যাবে? বিশ্বাস করো তোমায় পূর্বের মতোই ভালোবাসি, তোমার প্রতি আমার ভালোবাসা এক চুল পরিমান কমে নি। তাইবলে ভেবোনা তোমাকে ফিরে পাওয়ার আকুতি করছি। তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থাকুক আমার ভালোবাসা।