কারো জন্য মনে একসাথে
দুটো অনুভুতি থাকে না,
কাউকে একসাথে ভালোবাসা
ও ঘৃণা করা যায় না।
কাউকে ঘৃণা করতে অনেক
কারনের প্রয়োজন হয়,
অনেক ব্যাথা-কষ্টের
প্রয়োজন হয়।
তবে ভালোবাসা অনেক
সহজ,
ভালোবাসতে কারনের
প্রয়োজন তেমন নেই।
যেকোন মানুষকে যে কোন
সময় ভালোবাসা যায়।
যেমন তুমিও তাই
করেছিলে কোন কারণ ছাড়াই,
আরেকজনের প্রতি আকৃষ্ট
হয়েছিলে কারো প্ররোচনায়।
কখনো এই ভালোবাসা আরও
গাড় হয়ে যায়।
কখন রূপ নেয় প্রেমের
বেড়াজালে।
কিন্তু মনে রাখা উচিৎ
প্রেম মানে টাইম পাস না,
প্রেম মানে ধোঁকা
দেওয়া না, প্রেম মানে দেহভোগ না।
প্রেম হচ্ছে দুটো মনের
নিঃস্বার্থ কাছে আসা,
প্রেম হচ্ছে পবিত্র
সম্পর্কের মাঝে থাকা।
একে নিয়ে খেলা করা বা
অবহেলা করা ঠিক নয়।
কারণ প্রেম থেকে তৈরি
ঘৃণা সারাজীবনেও যায় না......
তোমায় ছেড়ে কেমন করে
থাকি আমি দূরে,
ভালো থাকুক আমার
ভালোবাসা।